এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | মানব–কল্যাণ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

মানব কল্যাণ

২১. কোনটিকে আমাদের দেশে বাহ্বা দেওয়া হয়?

ক. ভিক্ষা দেওয়া

খ. দানখয়রাত করা

গ. লোক দেখানো সাহায্য

ঘ. চাটুকারিতা করা

২২. ‘হিবার্ট বক্তৃতামালা’র কথা উল্লেখ আছে কোন রচনায়?

ক. মানব-কল্যাণ খ. বায়ান্নর দিনগুলো

গ. আমার পথ ঘ. রেইনকোট

২৩. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধে বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন, নজরুল ও রবীন্দ্রনাথকে কী বলা হয়েছে?

ক. মহৎ প্রতিভা

খ. মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর

গ. অনুগ্রহকারী

ঘ. মানবিক হৃদয়ের অধিকারী

২৪. বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই কী রেখে গেছেন?

ক. সৃষ্টিকর্ম

খ. মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার

গ. মানব-কল্যাণের দৃষ্টান্ত

ঘ. রাষ্ট্রের উন্নয়ন চিন্তা

২৫. ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?’—এ উক্তিটি কার?

ক. লালন শাহের

খ. রবীন্দ্রনাথ ঠাকুরের

গ. কাজী নজরুল ইসলামের

ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

২৬. ‘Relationship is the fundamental truth of the world of appearance.’— এ উক্তিটি কার?

ক. কাজী নজরুল ইসলামের

খ. রবীন্দ্রনাথ ঠাকুরের

গ. বঙ্কিমচন্দ্রের

ঘ. আবুল ফজলের

২৭. কোনটিকে বাদ দিয়ে মানব-কল্যাণ ফলপ্রসূ হতে পারে না?

ক. মানুষের মনুষ্যত্ব

খ. জৈব অস্তিত্ব

গ. সহানুভূতিশীলতা

ঘ. দানখয়রাত

২৮. বিভক্তিকরণের মনোভাব নিয়ে কী করা যায় না?

ক. সমাজসেবা খ. মানবসেবা

গ. কল্যাণ ঘ. উন্নতি

২৯. অবহেলিত, বাস্তুহারা মানুষের সঙ্গে আজ কী বৃদ্ধি পেয়েছে?

ক. মানব-অপমান খ. রিলিফ

গ. মানবতা ঘ. সেবাধর্মী সংস্থা

৩০. কিসের বিবর্তনে আমরা এখন বৃহত্তম মানবতার অংশ?

ক. সভ্যতার বিবর্তনে

খ. মুক্ত বিচারবুদ্ধির চর্চায়

গ. কালের বিবর্তনে

ঘ. মানবিক বৃত্তির বিকাশে

সঠিক উত্তর

মানব কল্যাণ: ২১.খ ২২.ক ২৩.খ ২৪.খ ২৫.ঘ ২৬.খ ২৭.ক ২৮.গ ২৯.খ ৩০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন