নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | মানুষ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

নবম শ্রেণির পড়াশোনা

মানুষ

৩১. ‘মানুষ’ কবিতার প্রধান চরিত্র কোনটি?

ক. ভুখারি খ. ফুকারি

গ. কালাপাগাড় ঘ. চেঙ্গিস খান

৩২. ‘ভুখারি’ কত দিন ধরে অভুক্ত ছিল?

ক. পাঁচ দিন খ. সাত দিন

গ. দশ দিন ঘ. বারো দিন

৩৩. ভুখারির কণ্ঠ দুর্বল ছিল কেন?

ক. তৃষ্ণায় খ. অসুস্থতায়

গ. ক্ষুধায় ঘ. ভয়ে

৩৪. ‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়’—কথাটি কার?

ক. পথিকের খ. ভুখারির

গ. রাজার ঘ. কালাপাহাড়ের

৩৫. ‘মানুষ’ কবিতায় শিক্ষণীয় দিক কোনটি?

ক. সকল মানুষের সমমর্যাদা

খ. মানুষকে সাহায্য করা

গ. জ্ঞান লাভ করা

ঘ. সততার গুরুত্ব

আরও পড়ুন

৩৬. ‘ফুকারি শব্দের অর্থ কী?

ক. চিত্কার করে খ. কান্না করে

গ. আনন্দ করে খ. কথা বলে

৩৭. ‘পান্থ’ শব্দের অর্থ কী?

ক. বৃক্ষ খ. পথিক

ক. পথ খ. বাহন

৩৮. ‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়’—এ বক্তব্যে ভুখারির কোন মনোভাব প্রকাশ পায়?

ক. প্রতিবাদী খ. মমতা

গ. ফরিয়াদ ঘ. ক্ষোভ

৩৯. ‘ভুখারি’ শব্দের অর্থ কী?

ক. ক্ষুধার্ত ব্যক্তি

খ. দূরের পথিক

ক. পথিকের ঠিকানা

খ. ব্যক্তির অবস্থা

৪০. ভুখারির পথজুড়ে কিসের মানিক জ্বলে?

ক. হীরার খ. ক্ষুধার

গ. মুক্তার ঘ. ভুখার

সঠিক উত্তর

মানুষ: ৩১.ক ৩২.খ ৩৩.গ ৩৪.খ ৩৫.ক ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.ক ৪০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন