সংক্ষেপে জেনে রাখি - লসিকাতন্ত্র, অর্ধ-পরিবাহী, আবগারি শুল্ক, বৈদেশিক বাণিজ্য
লসিকাতন্ত্র
মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয়, তাকে লসিকা বলে। এগুলো ছোট নালির মাধ্যমে সংগৃহীত হয়ে একটি আলাদা নালিকাতন্ত্র গঠন করে থাকে, যাকে লসিকাতন্ত্র বলে। এটি ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ।
আবগারি শুল্ক
আবগারি শুল্ক হলো দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর ধার্যকৃত কর। আবগারি শুল্ক বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়।
অর্ধ-পরিবাহী
অর্ধ-পরিবাহী পদার্থ হলো সাধারণত কঠিন, তবে কিছু তরল পদার্থও রয়েছে যা অর্ধ-পরিবাহী। নিম্ন তাপমাত্রায় অর্ধ-পরিবাহী পদার্থ অপরিবাহীর মতো আচরণ করে। আবার তাপমাত্রা বাড়ালে এটি পরিবাহীর মতো আচরণ করে। যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি।
বৈদেশিক বাণিজ্য
বিশ্বের কোনো একটি দেশের সঙ্গে অন্য একটি বা একাধিক দেশের দ্রব্যসামগ্রীর যে লেনদেন হয়, তাকে বৈদেশিক বাণিজ্য বলে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে তৈরি পোশাক, পাটজাতদ্রব্য রপ্তানি করে এবং সেসব দেশ থেকে যন্ত্রপাতি ও অন্যান্য শিল্পজাত দ্রব্য আমদানি করে। অর্থাৎ রপ্তানি ও আমদানি বাণিজ্যের সমন্বয়ে বৈদেশিক বাণিজ্য গঠিত।