২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১১. কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নিলে, তাকে কী বলে?

ক. সার্ভার খ. ই-মেইল

গ. ক্লায়েন্ট ঘ. রিসোর্স

১২. ই-মেইল পাঠাতে ক্লায়েন্টকে সাহায্য করে কে?

ক. ই-মেইল সার্ভার

খ. গুগল সার্ভার

গ. নেটওয়ার্ক

ঘ. প্রটোকল

১৩. ই-মেইল পাঠানোর জন্য ব্যবহার করা যায়–

i. hotmail ii. yahoo

iii. gmail

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয়, তাকে কী বলে?

ক. মিডিয়া খ. প্রটোকল

গ. রিসোর্স খ. অ্যাডাপ্টার

১৫. যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে, তাকে কী বলে?

ক. মডেম খ. ডোমেইন

গ. ইউজার ঘ. সার্ভার

১৬. নেটওয়ার্কিংয়ের সময় অপটিক্যাল ফাইবার কী হিসেবে কাজ করে?

ক. অ্যাডাপ্টার খ. প্রটোকল

গ. রিসোর্স ঘ. মিডিয়া

১৭. মিডিয়া হলো—

i. কো-অ্যাক্সিয়াল তার

ii. বৈদ্যুতিক তার

iii. অপটিক্যাল ফাইবার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. মিডিয়া ব্যতীত নেটওয়ার্কের জন্য কী ব্যবহার করা যেতে পারে?

ক. কো-অ্যাক্সিয়াল তার

খ. টুইস্টেড পেয়ার তার

গ. অপটিক্যাল ফাইবার

ঘ. ওয়্যারলেস পদ্ধতি

১৯. কোনো ধরনের মিডিয়া ব্যবহার না করেও কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায় কোন পদ্ধতিতে?

ক. এনআইসি খ. সার্ভার

গ. মিডিয়া ঘ. ওয়াই-ফাই

২০. NIC-এর পূর্ণনাম কী?

ক. Network Interface Card

খ. Network In Card

গ. Network Internet Cable

ঘ. Net Inter Card

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা