ডিজিটাল প্রযুক্তি - অষ্টম শ্রেণি নতুন শিক্ষাক্রম নতুন বই

অষ্টম শ্রেণির পড়াশোনা

ভুল তথ্য যাচাইয়ে প্রযুক্তির ব্যবহার: শিখন অভিজ্ঞতা ১

Keyframeগুলো পেয়ে গেলে ছবিতে রাইট ক্লিক করে ‘Reverse Image Search’ অপশন দিলে ভিডিওটির মূল সোর্স বের হবে

আমরা ইন্টারনেটে রয়েছে এমন ভুল ভিডিও খুঁজে সেটির মাধ্যমে এই প্রোগ্রাম ব্যবহার করে ভিডিও বিশ্লেষণের অনুশীলন করব। এই প্রোগ্রামটিতে আরও কিছু ফিচার আছে, যেগুলো আমরা নিজে নিজে মুঠোফোন বা কম্পিউটার ব্যবহার করে বাড়িতে বা বিদ্যালয়ে অনুশীলন করতে পারি।

আমরা যাদের কাছে তথ্য যাচাইয়ের জন্য গুগল ফরম পাঠিয়েছিলাম, সেগুলো খুব শিগগির পেয়ে যাব, তাদের সমাধান দেওয়ার আগে নিজেদের সব প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি। আজকের অনুশীলন কেমন লাগল, তা আমরা বাড়িতে গিয়ে নিচের ঘরে লিখব—

বর্তমান ইন্টারনেটের যুগে ওয়েবসাইটে যেকোনো ধরনের ছবি বা ভিডিওর নাম লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যায়। আর এত এত ছবি, ভিডিও থেকে কোনটি আসল আর কোনটি নকল, তা চেনা অনেক কঠিন। এ জন্য আসল-নকল চেনার জন্য এই সেশন থেকে খুব সহজেই জানা যাবে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা