পরিমাপ - পদার্থবিজ্ঞান, অধ্যায় ১ | দশম শ্রেণি

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ১

[এর আগের প্রকাশিত লেখা]

৩৮. পরীক্ষণের জন্য যন্ত্রের ত্রুটিকে কী বলে?

ক. ব্যক্তিগত ত্রুটি খ. যান্ত্রিক ত্রুটি 

গ. দৈব ত্রুটি ঘ. চূড়ান্ত ত্রুটি

৩৯. প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মাপের পার্থক্যকে কী বলে?

ক. ব্যক্তিগত ত্রুটি

খ. আপেক্ষিক ত্রুটি 

গ. চূড়ান্ত ত্রুটি

ঘ. যান্ত্রিক ত্রুটি

৪০. নিচের কোনটি যৌগিক রাশি?

ক. ক্ষমতা খ. তাপমাত্রা 

গ. তড়িৎপ্রবাহ ঘ. দীপন তীব্রতা

৪১. তারের প্রস্থচ্ছেদ নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা যায়?

ক. তুলাযন্ত্র খ. স্ক্রুগজ 

গ. মিটার স্কেল ঘ. স্লাইড ক্যালিপার্স

৪২. আপেক্ষিক ত্রুটি কীভাবে পাওয়া যাবে?

ক. চূড়ান্ত ত্রুটি – পরিমাপ করা মান 

খ. চূড়ান্ত ত্রুটি + পরিমাপ করা মান 

গ. চূড়ান্ত ত্রুটি × পরিমাপ করা মান 

ঘ. চূড়ান্ত ত্রুটি  পরিমাপ করা মান

৪৩. দৈর্ঘ্য পরিমাপে কোনো ত্রুটি থাকলে, ক্ষেত্র পরিমাপে সেই ত্রুটি কত গুণ হবে?

ক. দ্বিগুণ খ. তিন গুণ 

গ. চার গুণ ঘ. পাঁচ গুণ

৪৪. কোনো কিছুর পরিমাপ বারবার নিয়ে তাদের গড় করলে কোন ত্রুটি দূর হয়?

ক. যান্ত্রিক ত্রুটি খ. ব্যক্তিগত ত্রুটি 

গ. দৈব ত্রুটি ঘ. আপেক্ষিক ত্রুটি

৪৫. নিচের কোনটি মৌলিক রাশি?

ক. দীপন তীব্রতা খ. তাপ 

গ. বেগ ঘ. কাজ

৪৬. নিচের কোনটি লব্ধ রাশি?

ক. দৈর্ঘ্য খ. দীপন তীব্রতা 

গ. তাপ ঘ. বৈদ্যুতিক প্রবাহ

৪৭. নিউটন আবিষ্কার করেন—

i. পড়ন্ত বস্তুর সূত্র 

ii. ক্যালকুলাস 

iii. বলবিদ্যার সূত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. আল মাসুদী রচিত এনসাইক্লোপিডিয়া কত খণ্ডের?

ক. ২৮ খণ্ডের খ. ৩০ খণ্ডের

গ. ৩২ খণ্ডের ঘ. ৩৮ খণ্ডের

৪৯. এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কী বলে?

ক. রাশি খ. একক 

গ. পদার্থ ঘ. মাত্রা

৫০. এক্স-রে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?

ক. গ্যালিলিও খ. ম্যাক্সওয়েল

  গ. রন্টজেন ঘ. নিউটন

৫১. ‘বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে’—এটি কে প্রকাশ করেন?

ক. হাবল খ. ডিরাক 

গ. গ্যালিলিও ঘ. মোরলি

৫২. কোনটিকে পরিমাপের ত্রুটি বলে?

  ক. পরিমাপের ভুল পদ্ধতিকে   খ. যন্ত্রের ত্রুটিকে

  গ. ফলাফলের অনিশ্চয়তাকে  ঘ. ভুল ফলাফলকে

৫৩. ক্ল্যাসিক্যাল পদার্থবিজ্ঞানে রয়েছে—

i. বলবিজ্ঞান 

ii. শব্দবিজ্ঞান 

iii. তাপ ও তাপগতিবিজ্ঞান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায়?

ক. আল–মাসুদী খ. ইবনে আল হাইথাম 

গ. আল হাজেন ঘ. আবদুস সালাম

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩৮. খ ৩৯. গ ৪০. ক ৪১. খ ৪২. ঘ ৪৩. ক  ৪৪. গ ৪৫. ক ৪৬. গ ৪৭. গ ৪৮. খ ৪৯. ক ৫০. গ ৫১. ক ৫২. ঘ ৫৩. ঘ ৫৪. ক

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা