[পূর্ববর্তী লেখার পর]
বিরামচিহ্ন
২১. প্রশ্ন: কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথা থেকে জানি একটা মেয়ে এল এসে তাকে বলে রানির যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে
উত্তর: কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান। কোথা থেকে জানি একটা মেয়ে এল। এসে তাকে বলে, রানির যদি দাসীর দরকার হয়, তো সে দাসী হবে।
আরও পড়ুন
২২. প্রশ্ন: নকল রানি উঠানে আল্পনা দিতে যায় কোথায় নকশা কোথায় কী এখানে এক খাবলা রং লেপে দেওয়া ওখানে এক খাবলা লেপা দেখতে যে কি অসুন্দর দেখায়
উত্তর: নকল রানি উঠানে আল্পনা দিতে যায়। কোথায় নকশা কোথায় কী-এখানে এক খাবলা রং লেপে দেওয়া, ওখানে এক খাবলা লেপা। দেখতে যে কি অসুন্দর দেখায়!
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]
আরও পড়ুন