অধ্যায় ৩
১. মায়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল?
ক. দুই ভিত্তিক খ. দশ ভিত্তিক
গ. ষোলো ভিত্তিক ঘ. বিশ ভিত্তিক
২. মিসরীয় সংখ্যা ছিল কত ভিত্তিক?
ক. দুই ভিত্তিক খ. দশ ভিত্তিক
গ. ত্রিশ ভিত্তিক ঘ. ষাট ভিত্তিক
৩. সুমেরীয় ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল?
ক. আট ভিত্তিক খ. দশ ভিত্তিক
গ. ত্রিশ ভিত্তিক ঘ. ষাট ভিত্তিক
৪. সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া যায়—
i. সুমেরিয়ান-ব্যাবিলিয়ন সভ্যতায়
ii. মিসরীয় সভ্যতায়
iii. বর্তমান সভ্যতায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে প্রথম কারা ব্যবহার করে?
ক. ভারতীয়রা খ. মিসরীয়রা
গ. চীনারা ঘ. জাপানিরা
৬. মিনিট ও ঘণ্টার হিসাব করা হয় কত দিয়ে?
ক. দুই খ. দশ
গ. ষাট ঘ. এক শ
৭. দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল—
i. চীন সংখ্যা পদ্ধতি
ii. মায়ান সংখ্যা পদ্ধতি
iii. ভারতীয় সংখ্যা পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. রোমান সংখ্যা V–কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?
ক. ০ খ. ১
গ. ৫ ঘ. ১০
৯. দশমিক সংখ্যা ১০–কে রোমান পদ্ধতিতে কত লেখা হয়?
ক. V খ. L
গ. M ঘ. X
১০. সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করে—
i. মায়ান
ii. ভারতীয়
iii. মিসরীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.ঘ ২.খ ৩.ঘ ৪.ক ৫.ক ৬.গ ৭.গ ৮.গ ৯.ঘ ১০.ক
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা