সংক্ষেপে জেনে রাখি - বায়োম, বিনিয়োগ, পর্যায়বৃত্ত গতি, নাইট্রোজেন চক্র

বায়োম

কোনো নির্দিষ্ট এলাকার জলবায়ু ও তাপমাত্রার ওপর নির্ভর করে সেই এলাকায় বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী জন্ম নেয় এবং জীব সম্প্রদায়ের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে। এ রকম কোনো অঞ্চলের জীব সমষ্টিকে একত্রে বায়োম বলে। সুন্দরবন এর একটি উৎকৃষ্ট উদাহরণ।

বিনিয়োগ

মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, তখন তাকে বিনিয়োগ বলে। বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়।

পর্যায়বৃত্ত গতি

কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, কিংবা সরলরৈখিক হতে পারে। আমাদের হৃৎপিন্ডের স্পন্দনও পর্যায়বৃত্ত, কারণ সেটি নির্দিষ্ট সময় পর পর একইভাবে একই দিকে স্পন্দিত বা গতিশীল।

নাইট্রোজেন চক্র

নাইট্রোজেনের প্রধান উৎস হলো বায়ু। নাইট্রোজেন বায়ু থেকে মাটিতে, মাটি থেকে উদ্ভিদে, উদ্ভিদ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পুনরায় মাটি হয়ে বায়ুতে ফিরে যাওয়ার চক্রকে নাইট্রোজেন চক্র বলে। এভাবে প্রকৃতিতে নাইট্রোজেনের পরিমাপের ভারসাম্য রক্ষা হয়।

আরও পড়ুন