শিখন অভিজ্ঞতা ৩
১. প্রশ্ন: উদ্ভিদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী?
উত্তর: উদ্ভিদ সাধারণত সবুজ ও স্বভোজী হয়।
২. প্রশ্ন: উদ্ভিদ কোন ধরনের খাদ্য গ্রহণ করে না?
উত্তর: কঠিন খাদ্য।
৩. প্রশ্ন: উদ্ভিদ কী?
উত্তর: উদ্ভিদ হচ্ছে একধরনের জীব, যাদের মূল, কাণ্ড ও পাতা আছে এবং সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই–অক্সাইড ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।
আরও পড়ুন
৪. প্রশ্ন: উদ্ভিদকোষ কোন অঙ্গাণুর মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে?
উত্তর: ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুর মাধ্যমে
৫. প্রশ্ন: মূলরোম কয়টি কোষ দিয়ে গঠিত হয়?
উত্তর: একটি কোষ।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আরও পড়ুন