এইচএসসি ২০২৩ - সমাজবিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৩৭)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. বিবর্তনবাদের প্রবক্তা কে?

ক. চার্লস ডারউইন খ. কার্ল মার্ক্স

গ. এমিল ডুর্খেইম ঘ. হবস

৩২. কোনটি সামাজিক নিয়ন্ত্রণের শক্তিশালী মাধ্যম?

ক. মানুষ খ. সমাজ

গ. সম্প্রদায় ঘ. রাষ্ট্র

৩৩. অর্থনীতি কোন ধরনের বিজ্ঞান?

ক. সামাজিক খ. ব্যবহারিক

গ. তাত্ত্বিক ঘ. আপেক্ষিক

৩৪. মনোবিজ্ঞানকে কোন বিষয়ের বিজ্ঞান বলা হয়?

ক. সমাজের বিজ্ঞান

খ. মনের বিজ্ঞান

গ. আচরণের বিজ্ঞান

ঘ. সম্পর্কের বিজ্ঞান

৩৫. ‘সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া–কর্মের বিজ্ঞান’—এ উক্তিটি কার?

ক. ম্যাক্স ওয়েবার খ. কার্ল মার্ক্স

গ. এমিল ডুর্খেইম ঘ. হবস

৩৬. প্লেটো আদর্শ ‘সমাজ’ সম্পর্কে আলোচনা করেন কোন গ্রন্থে?

ক. পলিটিকস খ. রিপাবলিক

গ. অরিজিন ঘ. সোসাইটি

৩৭. ‘অর্থশাস্ত্র মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে’—সংজ্ঞাটি কে প্রদান করেছেন?

ক. অধ্যাপক মার্শাল খ. কার্ল মার্ক্স

গ. চার্লস ডারউইন ঘ. টমাস মুর

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ক ৩২.ঘ ৩৩.খ ৩৪.গ ৩৫.ক ৩৬.খ ৩৭.ক

মোহাম্মদ জসিমউদ্দীন, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা