সংক্ষেপে জেনে রাখি - বায়ুশূন্য স্তর, মৌলিক চাহিদা, কাম্য জনসংখ্যা, একার্থক পরিকল্পনা
বায়ুশূন্য স্তর
বায়ুমণ্ডলের বায়ুশূন্য স্তরটি হচ্ছে তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার। মেসোমণ্ডলের শেষ প্রান্তের পর থেকে তাপমণ্ডল শুরু হয় এবং এই স্তরে বায়ুর তাপমাত্রা দ্রুত বাড়ে বলে একে তাপমণ্ডল বলে। এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে।
মৌলিক চাহিদা
মানুষসহ যেকোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব রক্ষা, দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করা অপরিহার্য, তাকে মৌলিক চাহিদা বলে। এ চাহিদার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, মানুষসহ সব জীবন্ত প্রাণীর বেঁচে থাকা এবং দৈহিক বৃদ্ধি ও বিকাশের জন্য এটি পূরণ করা অত্যাবশ্যক।
কাম্য জনসংখ্যা
যেকোনো দেশের জন্য সম্পদ ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য থাকা উচিত। যখন কোনো দেশের মোট জনসংখ্যা এবং কার্যকর ভূমির অনুপাতের মধ্যে ভারসাম্য থাকে, তখন তাকে কাম্য জনসংখ্যা বলে।
একার্থক পরিকল্পনা
যে পরিকল্পনা শুধু একটি উদ্দেশ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয়, তাকে একার্থক পরিকল্পনা বলে। পদ্মা সেতু প্রকল্পটি একটি একার্থক পরিকল্পনার উদাহরণ।