অধ্যায় ৩
৩১. কোন মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য মহিলাদের স্বকর্মসংস্থান করে দেওয়া?
ক. BlM খ. MWA
গ. YTC ঘ. Notrams
৩২. বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য কী প্রয়োজন?
ক. চাকরি খ. শিল্প
গ. ব্যবসায় ঘ. আত্মকর্মসংস্থান
৩৩. কর্মসংস্থানকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
৩৪. বাংলাদেশে কোন ধরনের বেকারত্বের সংখ্যা প্রকট?
ক. সাময়িক খ. পূর্ণকালীন
গ. মৌসুমি ঘ. দীর্ঘকালীন
৩৫. ব্যবসায়ে সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক. প্রশিক্ষণ
খ. দক্ষ শ্রমিক
গ. পর্যাপ্ত মূলধন
ঘ. পরিকল্পনা প্রণয়ন করা
৩৬. ব্যবসার সাফল্য অর্জনের পথকে সুগম করে—
i. সঠিক প্রযুক্তির ব্যবহার
ii. স্থানীয় ও আমদানিকৃত প্রযুক্তির সংমিশ্রণ
iii. বন্ধুবান্ধবের পরামর্শ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. সানজিদা ইসলাম চাকরি না পেয়ে কিসের ওপর প্রশিক্ষণ নেন?
ক. মাছ চাষ খ. ফুল চাষ
গ. হাঁস–মুরগি পালন ঘ. পিঠা তৈরি
৩৮. আত্মকর্মসংস্থানের জন্য নিচের কোনটি সমস্যা নয়?
ক. মূলধন খ. ব্যাংক লোন
গ. বয়স ঘ. সরকারি সহায়তা
৩৯. ব্যবসায় সফলভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত হওয়া প্রয়োজন—
i. স্থায়ী মূলধন
ii. চলতি মূলধন
iii. ব্যাংক ঋণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. ব্যবসায়ের সাফল্যের অন্যতম শর্ত হচ্ছে—
i. অর্থায়ন করা
ii. ঝুঁকি নিরূপণ করা
iii. ঝুঁকি মোকাবিলা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩১.খ ৩২.ঘ ৩৩.খ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.ক ৪০.গ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা