রাবিতে ইভিনিং এমবিএ প্রোগ্রাম ও রাজশাহী শিক্ষা বোর্ডে শিক্ষকদের জন্য তথ্য
রাবিতে ইভিনিং এমবিএ প্রোগ্রাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ২০২২-২৩ সেশনে ইভিনিং এমবিএ প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
যোগ্যতা: যেকোনো বিভাগে ব্যাচেলর ডিগ্রি। ন্যূনতম ৬ পয়েন্ট পেতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৫ এপ্রিল ২০২৩।
আবেদনপত্র আইবিএ ভবনের ২০৩ নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে।
লিখিত পরীক্ষা: ৮ এপ্রিল ২০২৩
লিখিত পরীক্ষার বিষয়সমূহ:
ইংরেজি
গণিত
প্রবণতা (Aptitude Test)
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: iba-ru.ac.bd
রাজশাহী শিক্ষা বোর্ডে শিক্ষকদের জন্য তথ্য
রাজশাহী শিক্ষা বোর্ডে আওতাধীন সব প্রতিষ্ঠানের (এসএসসি/এইচএসসি) শিক্ষকদের জানানো হয়েছে যে যাঁরা অনলাইন পরীক্ষক তথ্য সংশোধন করতে চান এবং যাঁরা এখনো পরীক্ষক হওয়ার তথ্য প্রদান করেননি, তাঁদের আগামী ১০–৪–২০২৩ বেলা ১টার মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে ওয়েবসাইটের মাধ্যমে তথ্য প্রদান করতে হবে।
অনলাইন কাজের জন্য gmail–এর Email address ব্যবহার করতে হবে।
বিস্তারিত জানতে ওয়েবসাইট: rajshahieducationboard.gov.bd