এসএসসি ২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ২৯ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

পরিচ্ছদ ২৯

১. ক্রিয়ার প্রথম অংশকে কী বলে?

ক. শব্দ খ. শব্দমূল

গ. ধাতু ঘ. ক্রিয়াবিভক্তি

২. ক্রিয়ার দ্বিতীয় অংশকে কী বলে?

ক. ধ্বনি খ. বর্ণ

গ. ধাতু ঘ. ক্রিয়াবিভক্তি

৩. প্রযোজক ক্রিয়ার সাধারণ অতীত কালে শ্রোতাপক্ষের মানী ক্রিয়া বিভক্তি কোনটি?

ক. -তি (করাতি)

খ. -আলাম (করালাম)

গ. -ইয়েছি (করিয়েছি)

ঘ.-আলেন (করালেন)

৪. ক্রিয়ামূলের সঙ্গে সেসব লগ্নক যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশিত হয়, সেগুলোকে কী বলে?

ক. ধাতু

খ. ক্রিয়ামূল

গ. ক্রিয়াবিভক্তি

ঘ. ক্রিয়াপদ

৫. অধিকাংশ বাংলা ক্রিয়ার কয়টি রূপ আছে?

ক. পাঁচটি খ. চারটি

গ. তিনটি ঘ. দুটি

আরও পড়ুন

৬. প্রযোজক ক্রিয়ার পুরাঘটিত অতীত অন্য পক্ষের সাধারণ ক্রিয়াবিভক্তি কোনটি?

ক. -ইয়েছিল খ. -ইয়েছিলে

গ. -আচ্ছিলি ঘ. -আলি

৭. সাধারণ ক্রিয়ার নিত্য অতীত শ্রোতাপক্ষের মানী ক্রিয়াবিভক্তি কোনটি?

ক . -তাম খ. -তেন

গ. -আতাম ঘ. -আতেন

৮. ক্রিয়ামূলের সঙ্গে যেসব লগ্নক যুক্ত হয়ে ক্রিয়ার কাল ও পক্ষ নির্দশিত হয় সেগুলোকে কী বলে?

ক. অনুসর্গ খ. প্রত্যয়

গ. কৃৎ প্রত্যয় ঘ. ক্রিয়াবিভক্তি

৯. বাংলা ক্রিয়ার দুটি রূপের সঙ্গে যুক্ত ক্রিয়াবিভক্তির রূপ—

ক. একই খ. একার্থক

গ. বিধেয় ঘ. আলাদা

১০. বর্তমান অনুজ্ঞায় তুচ্ছার্থে কোন ক্রিয়াবিভক্তি যুক্ত হয়?

ক. ইস খ. উন

গ. উক ঘ. তি

সঠিক উত্তর

পরিচ্ছদ ২৯: ১.গ ২.ঘ ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.ক ৭.খ ৮.ঘ ৯.ঘ ১০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন