সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস) | পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-২১
[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, গত পর্বগুলোর (পর্ব-১, পর্ব-২, পর্ব-৩, পর্ব-৪, পর্ব-৫, পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৮, পর্ব-৯, পর্ব-১০, পর্ব-১১, পর্ব-১২, পর্ব-১৩ , পর্ব-১৪, পর্ব-১৫, পর্ব-১৬, পর্ব-১৭, পর্ব-১৮, পর্ব-১৯ ও পর্ব-২০) ধারবাহিকতায় আমরা আজকে সাধারণ জ্ঞান (বাংলাদেশের ইতিহাস) থেকে গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব। গত পর্বগুলোয় আমরা বাংলা বইয়ের বিভিন্ন অধ্যায়, উপন্যাস, ব্যাকরণ, সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি।
সাধারণ জ্ঞানের বাংলাদেশের ইতিহাস বিষয়ে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।
১. কে ‘মাস্টারদা’ নামে সুপরিচিত ছিলেন?
ক. সূর্য সেন খ. ক্ষুদিরাম
গ. পুলিনবিহারী ঘ. বাঘা যতীন
২. বাংলা চুক্তি সম্পাদিত হয়—
ক. হিন্দু ও মুসলমানের মধ্যে খ. মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে
গ. খ্রিষ্টান ও হিন্দুদের মধ্যে ঘ. বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে
৩. কত জন সদস্য নিয়ে সাইমন কমিশন গঠিত হয়?
ক. ৮ জন খ. ১০ জন
গ. ১৫ জন ঘ. ৫ জন
৪. ১৯৩৫ সালের আইন প্রদেশের শাসনব্যবস্থার প্রবর্তন করে—
ক. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা খ. স্বায়ত্তশাসন
গ. মন্ত্রিপরিষদ শাসিত সরকার ঘ. বহুদলীয় শাসন
৫. ১৯৩৫ সালের ভারত শাসন আইন এ দেশের শাসনব্যবস্থায় প্রবর্তন করে—
ক. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা খ. স্বায়ত্তশাসন
গ. মন্ত্রিপরিষদশাসিত সরকার ঘ. বহুদলীয় শাসন
৬. আইন অমান্য আন্দোলন পরিচালনা করেন—
ক. এ কে ফজলুল হক খ. সুভাষ বসু
গ. মহাত্মা গান্ধী ঘ. পুলিন বিহারী
৭. সাম্প্রদায়িক বাটোয়ারা প্রধান্য দেয়—
ক. জাতিগত বৈষম্যের খ. সম্প্রদায়গত সুবিধার
গ. দলগত অবস্থানের ঘ. ব্যক্তিস্বার্থের
৮. গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়—
ক. কলকাতায় খ. ঢাকায়
গ. লন্ডনে ঘ. ফ্রান্সে
৯. ব্রিটিশদের দৃষ্টিতে সশস্ত্র বিপ্লব আন্দোলন ছিল—
ক. স্বাধীনতা আন্দোলন খ. সাম্যবাদী আন্দোলন
গ. সন্ত্রাসী আন্দোলন ঘ. খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন
১০. মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবন শুরু হয়—
ক. উত্তর আমেরিকায় খ. ব্রিটেনে
গ. দক্ষিণ আফ্রিকায় ঘ. তুরস্কে
১১. ব্রিটিশ সরকার কাকে নাইট উপাধি দিয়েছিলেন?
ক. মহাত্মা গান্ধীকে খ. ফজলুল হককে
গ. রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘ. কাজী নজরুল ইসলামকে
১২. ‘অসহযোগ আন্দোলন (১৯২০-১৯২২ )’ পরিচালনা করেন কে?
ক. মহামতি গোখলে খ. মহাত্মা গান্ধী
গ. সুভাষচন্দ্র বসু ঘ. মাওলানা মুহাম্মদ আলী
১৩. কামাল আতাতুর্ক ছিলেন—
ক. ইরানের নেতা খ. তুরস্কের নেতা
গ. মিসরের নেতা ঘ. ভারতের নেতা
১৪. প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন—
ক. শিক্ষিকা খ. নার্স
গ. নারী বিপ্লবী ঘ. গৃহিণী
১৫. বাংলার সশস্ত্র আন্দোলন কখন হয়েছিল?
ক. ১৯১১-১৯৩০ খ. ১৯১৫-১৯২০
গ. ১৯৭১-১৯২২ ঘ. ১৯২০-১৯৩০
১৬. ম্যাজিনি কোন দেশের নাগরিক?
ক. ইংল্যান্ডের খ. আমেরিকার
গ. যুক্তরাষ্ট্রের ঘ. ইতালির
১৭. চট্টগ্রামে সরকারি অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল—
ক. ১৯৩০ সালে খ. ১৯২০ সালে
গ. ১৯১০ সালে ঘ. ১৯৪৭ সালে
১৮. কত সালে মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করেন?
ক. ১৯২৩ সালে খ. ১৯২২ সালে
গ. ১৯২১ সালে ঘ. ১৯২০ সালে
১৯. সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় কত সালে?
ক. ১৯২১ সালে খ. ১৯৩০ সালে
গ. ১৯৪২ সালে ঘ. ১৯৪৫ সালে
২০. ১৯২৯ সালে চৌদ্দ দফা দাবি উপস্থাপন করেন কে?
ক. মুহাম্মদ আলী জিন্নাহ খ. এ কে ফজলুল হক
গ. বাঘা যতীন ঘ. মহাত্মা গান্ধী
সঠিক উত্তর:
১.ক, ২.ক, ৩.ক, ৪.খ, ৫.খ, ৬.গ, ৭.খ, ৮.গ, ৯.গ, ১০.গ,
১১.গ, ১২.খ, ১৩.খ, ১৪.গ, ১৫.ক, ১৬.ঘ, ১৭.ক, ১৮.ক, ১৯.খ, ২০.ক
রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা