দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি দিবে শরীয়তপুর জেলা পরিষদ
শরীয়তপুর জেলা পরিষদ বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পড়াশোনা করে, এমন শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে।
যোগ৵তা
শিক্ষার্থীদের শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২০২২ ও ২০২৩ সালে এসএসসি/এইচএসসি/সমমান বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং অন্যান্য ক্ষেত্রে জিপিএ–৪.৫০ থাকতে হবে।
উচ্চতর ডিগ্রি বা শ্রেণিতে শুধুমাত্র ১ম ও ২য় বষে৴ অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
জেনে রাখুন
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কাছ হতে নির্ধারিত ফরমে নিজ হাতে পূরণ করা আবেদনপত্র জমা দিতে হবে।
শিক্ষাবৃত্তির আবেদন ফরম অফিস চলাকালীন সময়ে শরীয়তপুর জেলা পরিষদ কার্যালয় হতে বিনামূল্যে অথবা শরীয়তপুর জেলা পরিষদের ওয়েবসাইট zp.shariatpur.gov.bd হতে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। অথবা নিচে দেওয়া ছবি থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
শিক্ষাবৃত্তির আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে আগামী ০৫/০৭/২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে জেলা পরিষদ কার্যালয়, শরীয়তপুরে জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: zp.shariatpur.gov.bd