এইচএসসি ২০২৪ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৫
৪১. স্বল্পকাল স্থায়ী এবং দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য সম্পদকে কী বলা হয়?
ক. স্থায়ী সম্পদ
খ. চলতি সম্পদ
গ. ক্ষণস্থায়ী সম্পদ
ঘ. অদৃশ্য সম্পদ
৪২. যেসব সম্পদের বাস্তব অস্তিত্ব নেই এবং কোনো বাজারমূল্য নেই তাকে কী বলে?
ক. অস্পর্শনীয় সম্পদ
খ. অলীক সম্পদ
গ. স্থায়ী সম্পদ
ঘ. অস্থায়ী সম্পদ
৪৩. সাধারণত সঞ্চিতি রাখা হয় কী উদ্দেশ্যে?
ক. ব্যবসার সম্পদ বৃদ্ধির জন্য
খ. ব্যবসার মূলধন বৃদ্ধির জন্য
গ. ব্যবসার আর্থিক কাঠামো সুদৃঢ় করার জন্য
ঘ. দায় পরিশোধ করার জন্য
৪৪. তালিকামূল্য ও প্রদেয় মূল্যের পার্থক্যকে কী বলে?
ক. কারবারি বাট্টা খ. বিক্রয় বাট্টা
গ. পরিমাণ বাট্টা ঘ. নগদ বাট্টা
৪৫. প্রাপ্য হিসাবের নিকট প্রাপ্য ও প্রাপ্ত অর্থের পার্থক্যকে কী বলে?
ক. প্রদত্ত বাট্টা খ. প্রাপ্ত বাট্টা
গ. ক্রয় বাট্টা ঘ. বিক্রয় বাট্টা
৪৬. চূড়ান্ত প্রচেষ্টা চালানোর পরও প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, তাকে কী বলে?
ক. অনাদায়ি পাওনা
খ. অনাদায়ি পাওনা সঞ্চিতি
গ. অনাদায়ি পাওনা আদায়
ঘ. প্রদেয় বাট্টা সঞ্চিতি
৪৭. ভবিষ্যতে দায় হিসেবে স্বীকৃত হতে পারে কিন্তু বর্তমানে দায় হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়নি এরূপ দায়কে কী বলে?
ক. চলতি দায় খ. দীর্ঘমেয়াদি দায়
গ. সম্ভাব্য দায় ঘ. বিশেষ দায়
৪৮. ভবিষ্যতে আর্থিক ক্ষতিপূরণের জন্য যে অর্থ প্রদান করা হয়, তাকে কী বলে?
ক. শিক্ষানবিশ সেলামি
খ. বিমা সেলামি
গ. জীবন বিমা
ঘ. নৌ বিমা
৪৯. নিট লাভ + পরোক্ষ ব্যয় – পরোক্ষ আয় =?
ক. নিট লাভ খ. মোট ক্ষতি
গ. মোট লাভ ঘ. নিট ক্ষতি
৫০. বিক্রীত পণ্যের ব্যয় ৬৩,০০০ টাকা ও মোট লাভ ২১,০০০ টাকা হলে, নিট বিক্রয় কত?
ক. ৪২,০০০ খ. ৬৩,০০০
গ. ৮৪,০০০ ঘ. ১,০৪,০০০
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৪১.খ ৪২.খ ৪৩.গ ৪৪.ক ৪৫.ক ৪৬.ক ৪৭.গ ৪৮.খ ৪৯.গ ৫০.গ
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা