সালোকসংশ্লেষণ - জীববিজ্ঞান ১ম পত্র , অধ্যায় ৯ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৯

২২. সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ক. এনজাইমের ভূমিকা নেই ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ খ. শ্বসন হার বৃদ্ধি পায়

গ. বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না ‎ ‎ ‎ ‎ ‎ ঘ. অ্যানায়ন ও ক্যাটায়ন পৃথকভাবে শোষিত হয় 

২৩. উদ্ভিদ মাটি থেকে কোনটি নেয়?

ক. নাইট্রোজেন খ. হাইড্রোজেন 

গ. অক্সিজেন ঘ. কার্বন 

২৪. ক্রেবস চক্রে গ্রাহক কোনটি?

ক. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড খ. সাইট্রিক অ্যাসিড 

গ. ফিউমারিক অ্যাসিড ঘ. ম্যালিক অ্যাসিড 

২৫. কোন আয়ন সবচেয়ে দ্রুতগতিতে শোষিত হয়?

ক. K+‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ খ. Ca++

গ. SO42-‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ঘ. NA+

২৬. আয়ন বাহক মতবাদ প্রদান করেন কোন বিজ্ঞানী?

ক. Hopeman খ. Steward

গ. Tumer ঘ. Vander Honet

২৭. বিষম পৃষ্ঠ পাতার কোন ত্বকে পত্ররন্ধ্র পাওয়া যায়?

ক. ঊর্ধ্বত্বক খ. নিম্নত্বক

গ. বহিঃত্বক ঘ. অন্তঃত্বক

২৮. পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য কোন মৌলটি অপরিহার্য?

ক. ম্যাগনেশিয়াম খ. ক্যালসিয়াম 

গ. সোডিয়াম ঘ. পটাশিয়াম

২৯. কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু?

ক. মাইটোকন্ড্রিয়া খ. ক্লোরোপ্লাস্ট 

গ. লাইসোজোম ঘ. রাইবোজোম 

৩০. কোন উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট 

পাওয়া যায়?

ক. আম খ. পাট 

গ. আখ ঘ. কলা

৩১. সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে ক্লোরোফিল ফোটন শোষণ করে কোনটি তৈরি করে?

ক. ATP খ.  কার্বন 

গ. অ্যাসিড ঘ. NA+

সঠিক উত্তর

অধ্যায় ৯: ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. ঘ ২৭. খ ২৮. ক ২৯. খ ৩০. গ ৩১. ক

মোহাম্মদ আক্তার উজ জামানপ্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা