অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৩
১১. বাংলাদেশে কিসের ফলে সাংস্কৃতিক বিল্পব ঘটেছে?
ক. অর্থনীতি খ. যোগাযোগ
গ. প্রাইভেট চ্যানেল ঘ. শিক্ষা
১২. নিচের কোনটি মুগা জাতীয় সিল্ক কাপড়?
ক. পত্রোর্ণ খ. দুকুল
গ. ক্ষৌম ঘ. মসলিন
১৩. পত্রোর্ণ কাপড় কোথায় তৈরি হতো?
ক. মগধ খ. সোনারগাঁও
গ. নরসিংদী ঘ. রাজশাহী
১৪. ইউসুফ-জোলেখা, লায়লি-মজনু, জঙ্গনামা —এগুলো কী?
ক. পুঁথি খ. চর্যাপদ
গ. সংগীতসাহিত্য ঘ. কাব্য
১৫. কোন আমলে বাংলা গদ্যের সূচনা হয়?
ক. পাল আমলে খ. সেন আমলে
গ. মোগল আমলে ঘ. ইংরেজ আমলে
১৬. কোন যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে ছবি আঁকা হতো?
ক. মোগল যুগে খ. সেন যুগে
গ. পাল যুগে ঘ. আদিম যুগে
১৭. বাংলার বিখ্যাত কোন কাপড়কে নিয়ে বহু কাহিনি বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল?
ক. ক্ষৌম খ. দুকূল
গ. মসলিন ঘ. উতানি
১৮. কোন আমলে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি-তুরানি প্রভাব পড়তে শুরু করে?
ক. মোগল আমলে
খ. পাল আমলে
গ. সেন আমলে
ঘ. সুলতানি আমলে
১৯. বাঙালির প্রথম যে সাহিত্যকর্মের সন্ধান পাওয়া যায়, তা কী নামে পরিচিত?
ক. লোকসাহিত্য খ. চর্যাপদ
গ. পুঁথি সাহিত্য ঘ. পদ্মাবতী
২০. আদি বাংলা সাহিত্যের নমুনা কোনটি?
ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. গীতাঞ্জলি ঘ. পুঁথি সাহিত্য
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১১.গ ১২.ক ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.খ ২০.ক
আতিকুর রহমান, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা