অধ্যায় ৩
[এর আগের প্রকাশিত প্রশ্নোত্তর]
১০. দশমিক সংখ্যা ১২–এর 2’s complement কত?
ক. ০০০০১১০০ খ. ১১১১১১০০
গ. ১১১১০০১১ ঘ. ১১১১০১০০
১১. আলফানিউমেরিক ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়—
i. ASCII code
ii. EBCDIC code
iii. Unicode
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়?
ক. BCD খ. ASCII
গ. EBCDIC ঘ. Unicode
১৩. ডি-মরগ্যানের উপপাদ্য কোনটি?
ক. A ⊕ B = AB+AB খ. AB = A + B
গ. A ⊕ B = AB + AB ঘ. A + AB = A
১৪. F = A + AB + AB হলে F এর সরলীকৃত মান কত?
ক. ০ খ. ১
গ. A ঘ. B
১৫. নিচের কোনটি মৌলিক গেট?
ক. NOT খ. NOR
গ. NAND ঘ. X-NOR
নিচের সত্যক সারণিটি লক্ষ করো ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
১৬. সত্যক সারণিতে প্রাপ্ত আউটপুটটি কোন লজিক গেটকে নির্দেশ করে?
ক. OR খ. AND
গ. NOT ঘ. XOR
১৭. কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?
ক. AND খ. OR
গ. NOT ঘ. NAND
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা