বহুনির্বাচনি প্রশ্ন (২২-৩৩) : অধ্যায় ২ | রসায়ন ১ম পত্র - এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ২
২২. [Ar] 3d10 ইলেকট্রন বিন্যাসটি কোনটি?
ক. Na+ আয়নের খ. Cu+ আয়নের
গ. M+ আয়নের ঘ. Cn+3 আয়নের
২৩. বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার?
ক. 380-424 খ. 451-500
গ. 576-590 ঘ. 648-780
২৪. নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 520nm এর শক্তি কত?
ক. 0.038×10-17 খ. 3.82×1015J
গ. 3.8×10-10J ঘ. 3.88×10-11J
২৫. হাইড্রোজেন বর্ণালিতে প্রাপ্ত লাইমেন সিরিজ কোন অঞ্চলের?
ক. দৃশ্যমান খ. অতিবেগুনি
গ. অবলোহিত ঘ. দূর অবলোহিত
২৬. K-এর 19 তম ইলেকট্রনটি কোন অর্বিটালে প্রবেশ করে?
ক. 3p খ. 3d
গ. 4S ঘ. 5S
২৭. 100gm পানিতে 40gm KNO3 যোগ করার পর আরও 5gm KNO3 যোগ করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলে দ্রবণের দ্রাব্যতা কত?
ক. 30 খ. 35
গ. 40 ঘ. 45
২৮. Mg(OH)2 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণাঙ্ক (KiP) এর মান কত?
ক. S4 খ. 4S3
গ. 9S4 ঘ. 27S4
২৯. AgCl এর দাব্যতা গুণফল 1.7×10-10 হলে দ্রাব্যতা কত?
ক. 1.3×10-3 খ. 1.3×10-4
গ. 1.3×10-5 ঘ. 1.3×10-6
৩০. 32.4°C তাপমাত্রার ওপরে কোন পদার্থের দ্রাব্যতা হ্রাস পায়?
ক. Na2SO4.10H2O খ. CuSO4.5H2O
গ. FeSO4.7H2O ঘ. Pb (NO3)
৩১. কোন পদার্থের দ্রাব্যতা তাপমাত্রা ও চাপের ওপর নির্ভর করে?
ক. কঠিন খ. তরল
গ. নীল ঘ. অতিপৃক্ত দ্রবণ
৩২. অধিক পরিমাণ সম্পৃক্ত দ্রবণকে আস্তে আস্তে ঠান্ডা করলে কী হয়?
ক. অতি শক্ত দ্রবণ খ. কঠিন পদার্থ
গ. সম্পৃক্ত দ্রবণ ঘ. জব যৌগ
৩৩. পানিতে দ্রবণীয় লবণ কোনটি?
ক. Ag F খ. AgBr
গ. AgCl ঘ. AgI
সঠিক উত্তর
অধ্যায় ২: ২২.খ ২৩.ক ২৪.ক ২৫.খ ২৬.গ ২৭.ঘ ২৮.খ ২৯.গ ৩০.ক ৩১.ক ৩২.ক ৩৩.ক
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]