ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ

আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ পরিচালিত তিনটি সরকারি ও চারটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ/ইন্সটিটিউটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে, আসন সংখ্যা মোট ১৫২০টি। আবেদন করা যাবে ২৫ এপ্রিল পর্যন্ত।

বিষয়

  1. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

  2. সিভিল ইঞ্জিনিয়ারিং

  3. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

  4. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

  5. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং

  6. ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং

  7. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

কলেজ/ইন্সটিটিউট

১. ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ (সরকারি)

২. ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর (সরকারি)

৩. বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল (সরকারি)

৪. ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার), সাভার, ঢাকা (বেসরকারি)

৫. শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাকা (বেসরকারি)

৬. কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ (বেসরকারি)

৭. সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ঢাকা (বেসরকারি)

যোগ্যতা

  • ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক এবং ২০২৩ সালে শিক্ষা বোর্ডের/বাউবির বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম অথবা বিজ্ঞান শাখায় IGCSE/O-Level এবং IAL/GCE/A-Level বা সমমানের বিদেশি ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক গ্রেডভিত্তিক পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম ৩ জিপিএসহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫০ হতে হবে। তবে প্রার্থীর উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে।

  • সমতা নিরূপণের পর প্রাপ্ত এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান রোল নম্বর ব্যবহার করে সাধারণ আবেদনকারীদের মতো তাঁরা একই ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

  • যোগ্যতার আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: collegeadmission.eis.du.ac.bd/bn/hask5de047fde9454fldkjdae3cfaget464

জেনে রাখুন

  • আবেদনের শেষ তারিখ: ২৫ এপ্রিল ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

  • ভর্তি পরীক্ষা: ১৮ মে ২০২৪ তারিখ বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০ মিনিট।

  • ভর্তি পরীক্ষা: এমসিকিউ পদ্ধতি। মোট ১২০ নম্বর (পদার্থ-৩৫, রসায়ন-৩৫, গণিত-৩৫ ও ইংরেজি-১৫)।

  • বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: collegeadmission.eis.du.ac.bd