অধ্যায় ১০
১১. কখন স্বত্বাধিকার বৃদ্ধি পায়?
ক. আয় বৃদ্ধি পেলে
খ. ক্ষতি হলে
গ. ব্যয় বৃদ্ধি পেলে
ঘ. দায় বৃদ্ধি পেলে
১২. অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন ধরনের হিসাব?
ক. ব্যক্তিবাচক হিসাব
খ. অব্যক্তিবাচক হিসাব
গ. নামিক হিসাব
ঘ. সম্পত্তিবাচক হিসাব
১৩. ব্যবসায়ের পণ্য আনার জাহাজ ভাড়া কোন ধরনের লেনদেন?
ক. মুনাফাজাতীয়
খ. মূলধনজাতীয়
গ. বিলম্বিত মুনাফাজাতীয়
ঘ. ব্যবসায় পরিচালনা
১৪. কোনটি স্বল্পমেয়াদি দায়?
ক. ঋণপত্র খ. বন্ধকী ঋণ
গ. মূলধন ঘ. প্রদেয় বিল
১৫. সমাপনী মজুতের বাজারমূল্য এবং ক্রয়মূল্যের মধ্যে যেটি কম, সেটি লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী?
ক. রক্ষণশীলতার খ. বস্তুনিষ্ঠতার
গ. ক্রয়মূল্যের ঘ. চলমান প্রতিষ্ঠান
১৬. নিচের কোনটি অনিয়মিত ও দীর্ঘস্থায়ী ফল দেয়?
ক. দালান নির্মাণ
খ. যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ
গ. আমদানি শুল্ক
ঘ. পণ্য ক্রয়
১৭. কোন নীতির ভিত্তিতে ব্যবসায়ের মালিককে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পৃথক করা হয়
ক. বকেয়া টাকা
খ. হিসাব কাল ধারণা
গ. স্বত্ব নীতি
ঘ. রক্ষণশীলতা নীতি
১৮. মালিক কর্তৃক সরবরাহকৃত মূলধন ব্যবসায়ের কী?
ক. দায় খ. সম্পত্তি
গ. আয় ঘ. লাভ
১৯. সুনাম ও ট্রেডমার্ক কোন ধরনের সম্পত্তি?
ক. চলতি খ. অদৃশ্যমান
গ. দৃশ্যমান ঘ. স্পর্শনীয়
২০. অপরিচালন আয়—
i. বিনিয়োগের সুদ
ii. বিক্রয়
iii. শিক্ষানবিশ সেলামি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.খ ২০.ঘ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)