ক্রিয়াপদের চলিত রূপ
১৪১. প্রশ্ন: সাভার স্মৃতিসৌধ বাসে করিয়া যাওয়া যায়।
উত্তর: সাভার স্মৃতিসৌধ বাসে করে যাওয়া যায়।
১৪২. প্রশ্ন: তুমি হাসপাতালে গাড়ি লইয়া যাও।
উত্তর: তুমি হাসপাতালে গাড়ি নিয়ে যাও।
১৪৩. প্রশ্ন: বরিশালে কীভাবে যাইব?
উত্তর: বরিশালে কীভাবে যাব?
১৪৪. প্রশ্ন: তোমার ইচ্ছায় গাড়ি থামিবে না।
উত্তর: তোমার ইচ্ছায় গাড়ি থামবে না।
১৪৫. প্রশ্ন: তোমরা কি জলপ্রপাতের নাম শুনিয়াছ?
উত্তর: তোমরা কি জলপ্রপাতের নাম শুনেছ?
১৪৬. প্রশ্ন: ভাষাশহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের কথা আমরা ভুলিতে পারিব না।
উত্তর: ভাষাশহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের কথা আমরা ভুলতে পারব না।
১৪৭. প্রশ্ন: পুড়িল শহর, পুড়িল শ্যামল।
উত্তর: পুড়ল শহর, পুড়ল শ্যামল।
১৪৮. প্রশ্ন: বীর মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলিবে না।
উত্তর: বীর মুক্তিযোদ্ধাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না।
১৪৯. প্রশ্ন: স্বাধীনতার জন্য মুক্তিসেনারা তাঁহাদের জীবন উৎসর্গ করিয়াছিলেন।
উত্তর: স্বাধীনতার জন্য মুক্তিসেনারা তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন।
১৫০. প্রশ্ন: কখনো মন্দ কাজ করিবে না।
উত্তর: কখনো মন্দ কাজ করবে না।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা