এসএসসি ২০২৪ - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৯১. গম্বুজ আকৃতির পর্বত কোনটি?

ক. হেনরি খ. হিমালয়

গ. তাজিন ঘ. আল্পস

৯২. রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য হলো—

i. স্ফটিকযুক্ত শিলা

ii. কঠিন শিলা

iii. জীবাশ্ম দেখা যায় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৩. সিয়াল স্তরে থাকে—

i. ম্যাগনেশিয়াম

ii. সিলিকন

iii. অ্যালুমিনিয়াম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৪. চুনাপাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়?

ক. মার্বেল খ. কাদা

গ. স্লেটে ঘ. সাইনাইট

৯৫. নদীর ঊর্ধ্বগতিতে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়?

ক. ‘U’ আকৃতির উপত্যকা

খ. বদ্বীপ

গ. সমভূমি

ঘ. ‘V’ আকৃতির উপত্যকা

৯৬. ভূমিকম্পের সাথে কোনটি ঘটার আশঙ্কা আছে?

ক. সুনামি খ. বন্যা

গ. টর্নেডো ঘ. অগ্ন্যুৎপাত

৯৭. নদীর ক্ষয়জাত ভূমিরূপ কোনটি?

ক. ক্যানিয়ন ও গিরিখাত

খ. পলল কোণ

গ. বদ্বীপ

ঘ. প্লাবন সমভূমি

৯৮. সিয়াল স্তরে কোনটি থাকে?

ক. ম্যাগনেশিয়াম খ. কার্বন

গ. পারদ ঘ. সিলিকন

৯৯. ভূপৃষ্ঠের পরিবর্তনগুলো হলো—

i. ধীর পরিবর্তন

ii. ক্রমাগত পরিবর্তন

iii. আকস্মিক পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০০. ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে—

i. হিমালয় ii. রকি

iii. আন্দিজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৯১.ক ৯২.ঘ ৯৩.গ ৯৪.ক ৯৫.ঘ ৯৬.ক ৯৭.ক ৯৮.ঘ ৯৯.খ ১০০.ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা