এসএসসি ২০২৩ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ২
৪১. দরিদ্রকে সাহায্য করা নাগরিকের কী ধরনের কর্তব্য?
ক. রাজনৈতিক কর্তব্য
খ. নৈতিক কর্তব্য
গ. অর্থনৈতিক কর্তব্য
ঘ. আইনগত কর্তব্য
৪২. রাষ্ট্রের অধিকারের মাধ্যমে কোনটি বিকশিত হয়?
ক. সামাজিক জীবন
খ. অর্থনৈতিক জীবন
গ. নাগরিক জীবন
ঘ. আধ্যাত্মিক জীবন
৪৩. নাগরিকদের আইন মান্য করাকে কী বলে?
ক. কর্তব্য খ. অধিকার
গ. দায়িত্ব ঘ. নৈতিক দায়িত্ব
৪৪. রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব হলো—
i. সরকারের অনুগত থাকা
ii. আইন মান্য করা
iii. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. রাষ্ট্রের প্রতি আনুগত্য বলতে বোঝায়—
i. দেশের স্বাধীনতা রক্ষা
ii. বিশ্বমানবতার সেবা করা
iii. রাষ্ট্রের সংহতি রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. নৈতিক কর্তব্য হচ্ছে—
i. বিশ্বমানবতার সাহায্যে এগিয়ে আসা
ii. নির্বাচনে অংশগ্রহণ করা
iii. রাষ্ট্রের সেবা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয় কখন?
ক. প্রায় ২০০০ বছর পূর্বে
খ. প্রায় ২৫০০ বছর পূর্বে
গ. প্রায় ৩০০০ বছর পূর্বে
ঘ. প্রায় ৪০০০ বছর পূর্বে
৪৮. অনুমোদনসূত্রে নাগরিকতার শর্ত কোনটি?
ক. আবেদনকারী খ. ব্যবসায়
গ. বিবাহ ঘ. আনুগত্য
৪৯. অনুমোদনসূত্রে নাগরিকতার শর্ত কোনটি?
ক. আনুগত্য
খ. ভোটদান
গ. নির্বাচনে অংশগ্রহণ
ঘ. সে দেশের ভাষা জানা
৫০. নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে?
ক. ১টি খ.২টি
গ. ৩টি ঘ. ৫টি
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.খ ৪২.গ ৪৩.ক ৪৪.গ ৪৫.খ ৪৬.খ ৪৭.খ ৪৮.গ ৪৯.ঘ ৫০.খ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা