অধ্যায় ২
৫১. গুটেনবার্গ বিযুক্তি রেখা ভূ-অভ্যন্তরের কোন দুটি স্তরকে পৃথক করেছে?
ক. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল
খ. গুরুমণ্ডল ও অশ্মমণ্ডল
গ. কেন্দ্রমণ্ডল ও অশ্মমণ্ডল
ঘ. ভূপৃষ্ঠ ও গুরুমণ্ডল
৫২. বাংলাদেশে গড়াই, মধুমতী নদীর পশ্চিমাংশকে কী ধরনের বদ্বীপ বলা হয়?
ক. সক্রিয় খ. মৃতপ্রায়
গ. স্রোতজ ঘ. গাঙ্গেয়
৫৩. বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের সমভূমিকে কোন সমভূমি বলে?
ক. পাদদেশীয় পলল খ. ত্রিপুরা
গ. বদ্বীপ ঘ. উপকূলীয়
৫৪. ভূ–অভ্যন্তরের স্তর হলো—
i. কেন্দ্রমণ্ডল
ii. অশ্মমণ্ডল
iii. গুরুমণ্ডল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
ক. নলোয়ার খ. হাকালুকি
গ. হাইল ঘ. টাঙ্গুয়ার
৫৬. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?
ক. অস্ট্রেলিয়া খ. গ্রিনল্যান্ড
গ. বাংলাদেশ ঘ. মালদ্বীপ
৫৭. ব্ল্যাক ফরেস্ট কোন দেশের পর্বত?
ক. অস্ট্রিয়া খ. জার্মানি
গ. যুক্তরাষ্ট্র ঘ. নিউজিল্যান্ড
৫৮. সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. রাঙামাটি খ. খাগড়াছড়ি
গ. বান্দরবান ঘ. চন্দ্রনাথ
৫৯. ভূপৃষ্ঠের অতি উচ্চ সুবিস্তৃত খাঁড়া ঢালবিিশষ্ট শিলাস্তূপকে কী বলা হয়?
ক. সমভূমি খ. মালভূমি
গ. পর্বত ঘ. ঢাল
৬০. পৃথিবীর কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কী কী?
ক. সিলিকন-ম্যাগনেশিয়াম
খ. সিলিকন-নিকেল
গ. ফেরাস নিকেল
ঘ. সিলিকন-অ্যালুমিনিয়াম
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১.ক ৫২.খ ৫৩.গ ৫৪.ঘ ৫৫.ঘ ৫৬.গ ৫৭.খ ৫৮.গ ৫৯.গ ৬০.গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা