দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৩১. বৃষ্টিপাত সংঘটনের কারণ কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৩২. উত্তর-পূর্ব অয়ন বায়ু ঘণ্টায় কত বেগ নিয়ে প্রবাহিত হয়?

ক. প্রায় ১৬ কিমি খ. ২২.৫৪ কিমি

গ. প্রায় ১৬ মাইল ঘ. ২২.৫৪ মাইল

৩৩. কোন জায়গায় পশ্চিমা বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি?

ক. ৪০ ডিগ্রি—৫০ ডিগ্রি দক্ষিণ পর্যন্ত

খ. ৪০ ডিগ্রি—৪৭ ডিগ্রি দক্ষিণ পর্যন্ত

গ. ৫০ ডিগ্রি—৬০ ডিগ্রি উত্তর পর্যন্ত

ঘ. ৪০ ডিগ্রি—৪৭ ডিগ্রি উত্তর পর্যন্ত

৩৪. ৩০ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত কোন বলয় দুটি?

ক. গর্জনশীল চল্লিশ

খ. ক্রান্তীয় উচ্চচাপ বলয়

গ. নিরক্ষীয় শান্ত বলয়

ঘ. সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত

৩৫. আটলান্টিক মহাসাগরের ক্রান্তীয় শান্ত বলয়কে কী বলে?

ক. কুমেরু বৃত্ত খ. গর্জনশীল চল্লিশ

গ. অশ্ব অক্ষাংশ ঘ. নিরক্ষীয় অঞ্চল

আরও পড়ুন

৩৬. ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয়, তাকে কী বলে?

ক. অয়ন বায়ু খ. মৌসুমি বায়ু

গ. স্থলবায়ু ঘ. শুষ্ক বায়ু

৩৭. ট্রপোমণ্ডলে সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় তাপমাত্রা কত ডিগ্রি হ্রাস পায়?

ক. ২ ডিগ্রি সেলসিয়াস

খ. ৪ ডিগ্রি সেলসিয়াস

গ. ৬ ডিগ্রি সেলসিয়াস

ঘ. ৮ ডিগ্রি সেলসিয়াস

৩৮. ‘মওসুম’ শব্দের অর্থ কী?

ক. কাল খ. ঋতু

গ. মাস ঘ. শতাব্দী

৩৯. কোনটি ঋতু আশ্রয়ী বায়ু?

ক. অয়ন বায়ু খ. সমুদ্র বায়ু

গ. স্থল বায়ু ঘ. মৌসুমি বায়ু

৪০. আরব মালভূমির স্থানীয় বায়ুর নাম কী?

ক. বোবা খ. সাইমুম

গ. লু ঘ. রকি

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৩১.খ ৩২.ক ৩৩.খ ৩৪.খ ৩৫.গ ৩৬.খ ৩৭.গ ৩৮.খ ৩৯.ঘ ৪০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন