সংখ্যা পদ্ধতি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় ৩ | এইচএসসি পরীক্ষা ২০২৪
পুনবি৴ন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৩
১. কোন সংখ্যা পদ্ধতিকে ইন্দো-আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়?
ক. বাইনারি খ. দশমিক
গ. অক্টাল ঘ. হেক্সাডেসিমাল
২. শুন্যের ব্যবহার কোথায় প্রথম শুরু হয়েছিল?
ক. মিসরে খ. ভারতবর্ষে
গ. গ্রিসে ঘ. চীনে
৩. পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য দরকার—
i. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান
ii. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর
স্থানীয় মান
iii. সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. (১২)১০ এর সমকক্ষ বাইনারি কোনটি?
ক. (১১০১)২ খ. (১১০০)২
গ. (১০০১০)২ ঘ. (১০১০১)২
৫. (11011110.1)2 এর হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি?
ক. DD.1 খ. DE.1
গ. DE.8 ঘ. ED.8
৬. (100)2 এবং (AA)16 এর যোগফল কত?
ক. 1AA খ. 1B
গ. AF ঘ. AE
উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও
শিক্ষক ছাত্রকে রোল নম্বর জিজ্ঞাসা করল। ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং ১১০১ বলল।
৭. উদ্দীপকে উল্লিখিত সংখ্যার সঙ্গে (১০০১)২ এর যোগফল কত?
ক. (০১১০০)২ খ. (১০১১০)২
গ. (১০০১০)২ ঘ. (১১১১০)২
৮. উদ্দীপকের রোল নম্বর এর সমকক্ষ সংখ্যা হলো—
i. (১৩)১০ ii. (১১)১৬
iii. (১৫)৮
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. (১০১০)২ এর সমতুল্য মান—
i. (১০)১০ ii. (১২)৮
iii. (১৪)১৬
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১. খ ২. খ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা