ধূমপানে ফুসফুসের অবস্থা - জীববিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ৫ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

[এর আগের প্রকাশিত লেখা]

৪৭. ওটিটিস মিডিয়া রোগের সংক্রমণ কোথায় ঘটে?

ক. ফুসফুসে খ. নাকে

গ. মধ্য কর্ণে ঘ. বৃক্কে

৪৮. আমাদের মুখমণ্ডল ও মস্তিষ্কের ভেতরের বায়ুকুঠুরিকে কী বলে?

ক. অ্যালভিওলি খ. ট্রাকিয়া

গ. সাইনাস ঘ. ব্রঙ্কিওল

৪৯. কোন রোগে অ্যালভিওলাস ফেটে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি করে?

ক. ব্রঙ্কাইটিস খ. এমফাইসেমা

গ. প্লুরোসি ঘ. নিউমোনিয়া

৫০. ফুসফুসের প্রদাহকে কী বলা হয়?

ক. ওটিটিস মিডিয়া

খ. সাইনুসাইটিস

গ. ব্রঙ্কাইটিস

ঘ. এমফাইসেমা

৫১. ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের বর্ণ কীরূপ?

ক. লালচে খ. কালচে

গ. নীলচে ঘ. সাদাটে

৫২. ধূমপানের ফলে ফুসফুসে কোন রোগ হয়?

ক. সাইনুসাইটিস খ. এমফাইসেমা

গ. অ্যালার্জি ঘ. ওটিটিস মিডিয়া

৫৩. কোনটি ফুসফুসকে বিভিন্ন প্রকার রোগব্যাধি থেকে রক্ষা করে?

ক. ম্যাক্রোন খ. মাইক্রন

গ. ম্যাক্রোফেজ ঘ. ম্যাক্রোফেরন

৫৪. সারফেকট্যান্ট কোন প্রাচীর থেকে নিঃসৃত হয়?

ক. ট্রাকিয়া        খ.ব্রঙ্কাস

গ. ব্রঙ্কিওল        ঘ.অ্যালভিওলাস

৫৫. নিকোটিন ফুসফুসের টিস্যুর কী ধরনের পরিবর্তন ঘটায়?

ক. প্রসারিত করে 

খ. সরু করে

গ. অতিরিক্ত প্রসারিত করে 

ঘ. অতিরিক্ত সরু করে

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৪৭. গ ৪৮. গ ৪৯. খ ৫০. ঘ ৫১. ঘ ৫২. খ ৫৩. গ ৫৪. খ ৫৫. গ

মোহাম্মদ আক্তার উজ জামানপ্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা