[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ১
৪৪. বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন গ্রহণযোগ্য দ্রব্যকে কী বলে?
ক. অর্থ খ. মুনাফা
গ. আয় ঘ. ব্যয়
৪৫. মি. তাকি একটি কোম্পানির শেয়ার ক্রয় না করে একাধিক কোম্পানির শেয়ারে তাঁর সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে আগ্রহী। এ ক্ষেত্রে তিনি অর্থায়নের নিচের কোন নীতিটি অনুসরণ করছেন?
ক. মুনাফা ও তারল্য নীতি
খ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি
গ. ঝুঁকি ও মুনাফা সমন্বয় নীতি
ঘ. উপযুক্ততার নীতি
৪৬. মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মাঝে বণ্টন করা হয় না, তাকে কী বলে?
ক. সংরক্ষিত মুনাফা খ. মোট মুনাফা
গ. লভ্যাংশ ঘ. নিট মুনাফা
৪৭. একটা দেশের সরকার যদি উন্নয়নমূলক কোনো কাজ করতে চায়, তাহলে তারা কীভাবে এর অর্থায়ন করবে?
ক. নিজস্ব অর্থায়ন খ. সরকারি অর্থায়ন
গ. বেসরকারি অর্থায়ন ঘ. আন্তর্জাতিক অর্থায়ন
৪৮. সরকারি অর্থায়নে সর্বাগ্রে বিবেচনার বিষয় কোনটি?
ক. আয় খ. ব্যয়
গ. সঞ্চয় ঘ. বিনিয়োগ
৪৯. আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য অর্থায়নকে কী বলে?
ক. সরকারি অর্থায়ন
খ. ব্যক্তিগত অর্থায়ন
গ. অব্যবসায় অর্থায়ন
ঘ. আন্তর্জাতিক অর্থায়ন
৫০. জামানতযুক্ত ঋণ বলতে কী বুঝি?
ক. দেয় নোট খ. স্বীকৃতিপত্র
গ. ঋণরেখা ঘ. ট্রাস্ট রশিদ
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪৪.ক ৪৫.খ ৪৬.ক ৪৭.খ ৪৮.খ ৪৯.ঘ ৫০.খ
মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]