জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিতে এমএসসি প্রোগ্রামে ভর্তি চলছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে এমএসসি গণিত প্রফেশনাল প্রোগ্রামে স্প্রিং–২০২৪ সেশনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

আবেদনের যোগ্যতা

  • গণিত/পদার্থ/পরিসংখ্যান/কম্পিউটার সায়েন্স/ যেকোনো ইঞ্জিনিয়ারিং সমমান ডিগ্রি। সিজিপিএ–২.২৫ পেতে হবে ৪–এর মধ্যে।

  • অথবা অন্য কোনো বিষয়ে বিএসসি (পাস) ডিগ্রি সাথে এক বছরের প্রিলিমিনারি গণিত কোর্সে সিজিপিএ ২.২৫ (৪-এর মধ্যে) অথবা ২য় বিভাগ থাকতে হবে।

  • অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

জেনে রাখুন

  • আবেদন ফি: ১০২০ টাকা

  • ভর্তির সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে।

  • ১ বছর মেয়াদি কোর্স (২ সেমিস্টার)

  • কোর্সটি মোট ৩৮ ক্রেডিটের

  • ক্লাসের সময়: শুক্র ও শনিবার

  • অনলাইনে অথবা সরাসরি দুইভাবেই আবেদন করা যাবে।

  • অনলাইনে আবেদনের জন্য এই লিংকে ভিজিট করুন।

  • সরাসরি আবেদনের জন্য নিচে সংযুক্ত আবেদন ফরমটি ভালোভাবে পূরণ করে, প্রয়োজনীয় ফি প্রদান করে সংশ্লিষ্ট বিভাগে নির্দিষ্ট তারিখের আগে জমা দিতে হবে।

আরও পড়ুন

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৩।
    ভর্তি পরীক্ষার তারিখ: ২২ ডিসেম্বর ২০২৩, সময় সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট।

  • ভর্তি: ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৪

  • ক্লাস শুরু: ৫ জানুয়ারি ২০২৪

জরুরী প্রয়োজনে যোগাযোগ

প্রফেসর ড. মো. মিজানুর রহমান, মোবাইল: ০১৭১১৪৮৬৬৯৯

প্রফেসর ড. মো. সরোয়ার আলম, মোবাইল: ০১৮১৯২৯৮৭৮০

প্রফেসর ড. সিদ্ধার্থ ভৌমিক, মোবাইল: ০১৭১৮১১৭৮৯৭

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.jnu.ac.bd

আরও পড়ুন