এইচএসসি ২০২২ - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
১১. আলেকজান্দ্রিয়া বন্দরটি কোথায়?
ক. সিরিয়ায় খ. মিসরে
গ. তুরস্কে ঘ. সৌদি আরবে
১২. জিগুরাত কাদের ধর্ম মন্দির ছিল?
ক. সুমেরীয় খ. মিসরীয়
গ. ক্যালডীয় ঘ. অ্যাসিরীয়
১৩. হায়ারোগ্লিফিক কোন সভ্যতার লিখনপদ্ধতি?
ক. মিসরীয় খ. গ্রিক
গ. সুমেরীয় ঘ. হিব্রু
১৪. হায়ারোগ্লিফিক অর্থ কী?
ক. অপবিত্র লিপি খ. পবিত্র লিপি
গ. অনুলিপি ঘ. প্রতিলিপি
১৫. মিসরীয়দের লিখনপদ্ধতি কোনটি?
ক. ইখনাটন খ. কিউনিফরম
গ. হায়ারোগ্লিফিক ঘ. তুতমিশ
১৬. প্রাচীন সভ্যতায় কারা শ্রেষ্ঠ নির্মাতা ছিল?
ক. মিসরীয় খ. সুমেরীয়
গ. গ্রিক ঘ. রোমান
১৭. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির মধ্যবর্তী স্থানকে কী বলে?
ক. মেসোপটেমিয়া খ. আসুর
গ. ব্যাবিলন ঘ. সাত-ইল-আরব
১৮. ‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী?
ক. দুই নদীর মধ্যবর্তী স্থান
খ. তিন নদীর মধ্যবর্তী স্থান
গ. নদীর তীরবর্তী ভূমি
ঘ. নদীবিধৌত উর্বর ভূমি
১৯. কিউনিফর্ম কোন সভ্যতার লিখনপদ্ধতি?
ক. মিসরীয় খ. সুমেরীয়
গ. রোমান ঘ. গ্রিক
২০. ডুঙ্গি কোন সভ্যতার শাসক ছিলেন?
ক. মিসরীয় খ. সুমেরীয়
গ. হিব্রু ঘ. রোমান
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.খ ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.খ
শেখ মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা