২০২৪ সালে বাংলা ও ইংরেজি মাধ্যমে সেন্ট যোসেফে তৃতীয় শ্রেণিতে ভর্তির আবেদন আগামী তিন দিনে

সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিতভাবে আয়োজন করা হয় বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের

সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালে ৩য় শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলতি মাস থেকেই শুরু হয়েছে। ভর্তির জন্য বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীর মেধা যাচাই করা হবে। আগ্রহী শিক্ষার্থীর মা-বাবা অথবা অভিভাবককে বিদ্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

আবেদনের যোগ্যতা

  • বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের ২০২৩ সালে ২য় শ্রেণির শিক্ষার্থী হতে হবে, বয়স ১ জানুয়ারি ২০২৪ সালে ৭ বছর ৫ মাস থেকে ৮ বছর ৫ মাসের মধ্যে হতে হবে।

  • ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের (জুন-জুলাই সেশন) বর্তমানে ২য় কিংবা ২০২৩-২০২৪ সেশনের ৩য় শ্রেণির শিক্ষার্থী হতে হবে এবং বয়স ১ জানুয়ারি ২০২৪ সালে ৭ বছর ৫ মাস থেকে ৮ বছর ৫ মাসের মধ্যে হতে হবে।

আবেদনপত্র সংগ্রহ

  • আবেদনপত্র সংগ্রহ ও জমা: ২৬-২৮ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত

  • এককালীন অফেরতযোগ্য ৭০০ টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

  • আবেদনপত্র সংগ্রহের সময় শিক্ষার্থীর প্রোগ্রেস রিপোর্ট অথবা টিউশন ফির রিসিপ্ট দেখাতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার সময়ও এটি সংযুক্ত করে দিতে হবে।

আবেদনপত্র জমা ও প্রার্থিতা যাচাই

  • আবেদনপত্র (ফরম) পূরণের ক্ষেত্রে অবশ্যই সঠিক এবং বৈধ তথ্য প্রদান করতে হবে এবং শিক্ষার্থীর মা-বাবার স্বাক্ষর থাকতে হবে।

  • ফরম জমা দেওয়ার সময় ফরমে উল্লেখিত তারিখ এবং সময়ে শিক্ষার্থীকে অবশ্যই সাথে নিয়ে আসতে হবে এবং নিম্নলিখিত কাগজপত্র নিয়ে আসতে হবে যেখানে একজন প্রশাসন কর্মকর্তার সামনে যাচাই করা হবে:

    • সঠিকভাবে পূরণকৃত ফরমে সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে আনতে হবে

    • প্রার্থীর ২০২৩ সালের দ্বিতীয় শ্রেণির প্রোগ্রেস রিপোর্ট অথবা টিউশন ফির রশিদ

    • শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের কপি

    • বলপয়েন্ট কলম, পেন্সিল এবং ইরেজার

    • স্মার্ট ঘড়ি বা স্মার্ট ডিভাইস সাথে রাখা যাবেনা

যাচাইয়ের পর, যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র দেওয়া হবে।

ভর্তির মূল্যায়ন প্রক্রিয়া

  • ভর্তির মূল্যায়ন সম্পন্ন করার তারিখ: ৩-৪ নভেম্বর ২০২৩, শুক্রবার ও শনিবার।

  • মূল্যায়নের বিষয়াবলি: বাংলা, ইংরেজি, গণিত; (২য় শ্রেণির বই থেকে)

  • সময়: সকাল ৮টা ৩০মিনিট, ১ ঘন্টা ৩০ মিনিটব্যাপি (তারিখ এবং নির্দিষ্ট সময় প্রবেশপত্রে দেওয়া থাকবে)

জেনে রাখুন

  • ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কোনো কোচিং সেন্টারের কোনো সম্পৃক্ততা নেই এবং বিদ্যালয় নিজস্ব কোনো কোচিং সেন্টারও পরিচালনা করেনা।

  • ভর্তির ক্ষেত্রে কোনো প্রকার তদবির কিংবা সুপারিশ গ্রহণযোগ্য নয়, বরং এধরণের যেকোনো পদক্ষেপ কর্তৃপক্ষের নজরে আসলে তা সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তির অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং ভর্তি বাতিলও হতে পারে।

  • ভর্তি বিষয়ক তথ্যের আপডেটের জন্য বিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা ওয়েবসাইট sjs.edu.bd ভিজিট করুন