[পূর্ববর্তী লেখার পর]
মাসি-পিসি
১. মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম কী?
ক. নয়ন খ. খোকা
গ. মানিক ঘ. প্রফুল্ল
২. জল নেমে গিয়ে কী বেরিয়ে পড়েছে?
ক. ইট–পাটকেল খ. ভাঙা নৌকা
গ. গাছের গুঁড়ি ঘ. ভেজা খড়
৩. কয়টি সালতি পাশাপাশি জোড়া লাগানো ছিল?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪. আহ্লাদি স্বামীর কাছে যেতে চায় না, কারণ হিসেবে যুক্তিযুক্ত কোনটি?
ক. স্বামীর অত্যাচার
খ. অর্থকষ্ট
গ. স্বামীর দ্বিতীয় বিয়ে
ঘ. স্বামীর পঙ্গু হওয়া
৫. নিচের কোন পেশাটির সঙ্গে কানাই জড়িত?
ক. মাছধরা খ. ওষুধ বিক্রি
গ. চৌকিদারি ঘ. কৃষিকাজ
৬. সালতি সম্পর্কে নিচের কোন বাক্যটি প্রযোজ্য?
ক. শালকাঠ নির্মিত সরু ডোঙ্গা
খ. কদম কাঠ নির্মিত সরু ডোঙ্গা
গ. পরিধেয় বস্ত্রবিশেষ
ঘ. ধানবিশেষ
৭. আহ্লাদি স্বামীর ঘরে যেতে চায় না কেন?
ক. খুন হওয়ার ভয়ে
খ. যৌতুকের কথা শুনে
গ. মাসি-পিসির মায়ায়
ঘ. বাবার সম্পত্তি রক্ষায়
উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নিজের শেষ সম্বল বিক্রি করে হরিপদ মেয়েকে শ্বশুরবাড়ি পাঠালেও স্বামীর অত্যাচারে শেষ পর্যন্ত সে বাবার সংসারেই ফিরে আসে। শ্বশুরবাড়ির কথা বললে ভয়ে মেয়েটি আঁতকে ওঠে।
৮. উদ্দীপকের মেয়েটি কার আংশিক প্রতিনিধিত্ব করে?
ক. দিগম্বরী খ. আহ্লাদি
গ. কল্যাণী ঘ. ফোরস্টিয়ার
৯. উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের মূলভাব কোনটি?
ক. জীবিকার ধরন খ. মমত্ববোধ
গ. নির্যাতনের স্বরূপ ঘ. দায়িত্ববোধ
সঠিক উত্তর
মাসি-পিসি: ১.গ ২.ক ৩.ক ৪.ক ৫.গ ৬.ক ৭.ক ৮.খ ৯.গ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]