সপ্তম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১. ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে লেখার জন্য কী প্রয়োজন?

ক. কি-বোর্ড খ. প্রসেসর

গ. মাউস ঘ. টাইপ রাইটার

২. বাংলা লেখার সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার কোনটি?

ক. প্রশিকা শব্দ খ. প্রবর্তনী

গ. বিজয় ঘ. লেখনী

৩. প্রথম বাংলা টাইপ রাইটারের জন্য বিজ্ঞানসম্মত কি-বোর্ড লে-আউট তৈরি করেন কে?

ক. মুনীর চৌধুরী খ. নজরুল ইসলাম

গ. মোস্তাফা জব্বার ঘ. হাসান রহমান

৪. কিসের ওপর ভিত্তি করে বিজ্ঞানসম্মত বাংলা কি-বোর্ড লে-আউট তৈরি করা হয়?

ক. বাংলা কি-বোর্ড খ. ইংরেজি কি-বোর্ড

গ. বিজয় কি-বোর্ড ঘ. অভ্র কি-বোর্ড

৫. বাংলা ফন্টসহ শহিদলিপি সফটওয়্যারটি প্রবর্তিত হয় কত সালে?

ক. ১৯৭৫ খ. ১৯৮০

গ. ১৯৮৪ ঘ. ১৯৮৫

৬. নিচের কোনটি ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করা হয়?

ক. ওয়ার্ড প্রসেসর

খ. অপেরা মিনি

গ. মজিলা ফায়ারফক্স

ঘ. ওয়ার্ড অ্যালাইন

৭. আন্তর্জাতিক নিয়মে একটি নির্দিষ্ট বাংলা কি-বোর্ডের গুরুত্ব কমে এসেছে কেন?

ক. সব কি-বোর্ডের বাংলা লেখা সংরক্ষণ করা হবে বলে

খ. কি-বোর্ডের মান উন্নত হয়েছে বলে

গ. সরকারি আদেশের কারণে

ঘ. জনগণ চায় না বলে

৮. বাংলায় ওয়েব পেজ তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয় কাদের জন্য?

ক. ইন্টারনেট ব্যবহারকারীর

খ. ইন্টারনেট বিশেষজ্ঞদের

গ. ইন্টারনেট অপারেটরদের

ঘ. বিজ্ঞাপনদাতাদের

৯. অভ্র কী ধরনের সফটওয়্যার?

ক. রিডিং সফটওয়্যার

খ. বিশেষ সফটওয়্যার

গ. সাধারণ সফটওয়্যার

ঘ. ইউনিকোড সফটওয়্যার

১০. ডকুমেন্ট ফরমেটিংয়ে ডকুমেন্টকে কী করা হয়?

ক. তৈরি করা খ. সম্পাদনা করা

গ. সাজানো ঘ. ভুলভ্রান্তি দূর করা

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.ক ২.গ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.ক ৯.ঘ ১০.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন