নোয়াখালী জেলা পরিষদের শিক্ষাবৃত্তি

নোয়াখালী জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের ২০২২-২৩ অর্থবছরে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে।

শর্তাবলি:

১. আবেদনকারী ছাত্রছাত্রীকে অবশ্যই নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।

২. যেসব ছাত্রছাত্রীর অভিভাবকের বার্ষিক আয় তিন লাখ টাকার নিচে, শুধু তারাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।

৩. ২০২১ সালে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীর নিচের জিপিএ থাকতে হবে। এসএসসি: বিজ্ঞান-৫.০০, মানবিক-৪.৭৫, বাণিজ্য-৪.৭৫। এইচএসসি: বিজ্ঞান-৫.০০, মানবিক ৪.৭৫, বাণিজ্য ৪.৭৫।

৪. মুক্তিযোদ্ধা পোষ্য ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ–৪.৫০ এবং মানবিক/বাণিজ্য বিভাগে জিপিএ–৪.০০ থাকতে হবে। মুক্তিযোদ্ধা পোষ্য প্রমাণের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল/মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার অনুকূলে প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা বিভাগ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

  • ৩১-০৩-২০২৩ পর্যন্ত অফিস চলাকালীন ক. জেলা পরিষদ, নোয়াখালী কার্যালয়, খ. উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী, গ. উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (সকল), নোয়াখালী থেকে বিনা মূল্যে অথবা জেলা পরিষদের ওয়েবসাইট zpnoakhali.org অথবা zpnoakhali.gov.bd থেকে ডাউনলোড করে বৃত্তির আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

  • আবেদনকারীকে নিজ হাতে আবেদন ফরম পূরণ করতে হবে।

  • বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: zpnoakhali.gov.bd

  • আবেদনের শেষ তারিখ: ৩১-০৩-২০২৩

আরও পড়ুন