দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)
দশম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৪
৫১. ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জার প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. সাজসজ্জা
খ. Font
গ. ফরমেটিং টেক্সট
ঘ. ডেটা প্রসেসিং
৫২. লেখা মোছার জন্য ব্যবহার হয় কি-বোর্ডের কোন বোতামটি?
ক. Shift খ. Backspace
গ. Space ঘ. Tab
৫৩. ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য ব্যবহৃত বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে?
ক. Copy খ. Font
গ. Text ঘ. Bullet
৫৪. সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্ট স্টাইল কোনটি?
ক. Arial
খ. Tahoma
গ. Times New Roman
ঘ. Bijoy
৫৫. কোনো লেখা কপি করার পর তা কোথায় অবস্থান করে?
ক. Document-এ
খ. Clipboard-এ
গ. ওয়ার্ডে
ঘ. ফাইলে
৫৬. কোন পদ্ধতিতে লেখা অক্ষর বা ছবি কাটা যায়?
ক. Backspace খ. Delete
গ. Cut ঘ. সব কটি
৫৭. কম্পিউটারে প্রদত্ত কোনো নির্দেশ বাতিল করার জন্য কোন বোতাম ব্যবহার করা হয়?
ক. Tab খ. Caps lock
গ. Ctrl ঘ. Esc
৫৮. কোন ফন্টটি অন্যগুলো থেকে পৃথক?
ক. বসুন্ধরা খ. অপটিমা
গ. সুতন্বী এমজে ঘ. লেখনী
৫৯. ‘Font’ বলা হয় কোনটিকে?
ক. লেখার আকারকে
খ. লেখার সাইজকে
গ. বিভিন্ন স্টাইলের অক্ষরকে
ঘ. লেখার ধরনকে
৬০. নিচের কোনটি বাংলা ভাষার ফন্ট?
ক. অপটিমা খ. সুতন্বী
গ. বিজয় ঘ. অভ্র
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫১.গ ৫২.খ ৫৩.খ ৫৪.গ ৫৫.খ ৫৬.ঘ ৫৭.ঘ ৫৮.খ ৫৯.গ ৬০.খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা