এসএসসি ২০২৪ - বাংলা ১ম পত্র | মানুষ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

মানুষ

১. ‘মহীয়ান’ শব্দের অর্থ কী?

ক. মহত্ত্ব খ. গরীয়ান

গ. সুমহান ঘ. মহাজ্ঞানী

২. ফরাসি সংস্কৃতিতে মেহমানকে কী বলা হতো?

ক. অতিথি খ. মেজবান

গ. অতিথি নারায়ণ ঘ. অতিথি কার্তিক

৩. ‘ভন্ড’ শব্দের অর্থ কোনটি?

ক. হিংসুটে খ. কপট

গ. কৃপণ ঘ. উগ্র

৪. কালাপাহাড় কোন বর্ণের মানুষ ছিলেন?

ক. ব্রাহ্মণ খ. শূদ্র

গ. ক্ষত্রিয় ঘ. কায়স্থ

৫. কারও কারও মতে, কালাপাহাড় কোন সম্প্রদায়ের ছিলেন?

ক. ক্ষত্রিয় খ. শূদ্র

গ. ব্রাহ্মণ ঘ. মুসলিম

৬. ‘মানুষ’ কবিতায় কালাপাহাড়কে কেন আহ্বান জানানো হয়েছে?

ক. মোল্লাকে শাস্তি দেওয়ার জন্য

খ. পুরুতকে শায়েস্তা করার জন্য

গ. ভজনালয়ের দ্বার ভাঙার জন্য

ঘ. ভুখারিকে খাবার দেওয়ার জন্য

৭. ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

ক. ঝিঙে ফুল খ. মৃত্যুক্ষুধা

গ. সাম্যবাদী ঘ. প্রলয়শিখা

৮. পৃথিবীতে বর্ণ, ধর্ম ও গোত্রে ভেদ আছে কেবল কার?

ক. বাঘের খ. সিংহের

গ. পাখির ঘ. মানুষের

৯. ‘মানুষ’ কবিতায় হৃদয়হীন কাজের দৃষ্টান্ত দেখিয়েছে কোন চরিত্রদ্বয়?

ক. মোল্লা–পুরোহিত

খ. ভুখারি–ক্ষুধার ঠাকুর

গ. চেঙ্গিস–কালাপাহাড়

ঘ. কালাপাহাড়–গজনি মামুদ

১০. ‘মানুষের চেয়ে বড় কিছু নাই’—কে বলেছেন?

ক. ক্ষুধার ফকির খ. মোল্লা

গ. কবি ঘ. কালাপাহাড়

সঠিক উত্তর

মানুষ: ১.গ ২.গ ৩.খ ৪.ক ৫.গ ৬.গ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা