অধ্যায় ৫
৩৩. নিচের কোনটিকে ব্যবহার করে পরিবেশবান্ধব উন্নয়ন ত্বরান্বিত করা যায়?
ক. পারমাণবিক শক্তি খ. নবায়নযোগ্য শক্তি
গ. অনবায়নযোগ্য শক্তি ঘ. নিউক্লিয়ার শক্তি
৩৪. মোম কোন খনিজের উপজাত?
ক. কয়লা খ. খনিজ তেল
গ. চুনাপাথর ঘ. আকরিক লোহা
৩৫. কোনটি অখনিজ শক্তি সম্পদ?
ক. প্রাকৃতিক গ্যাস খ. অভ্র
গ. সোনা ঘ. পানিবিদ্যুৎ
৩৬. সৌরশক্তি কী ধরনের সম্পদ?
ক. সীমিত খ. অবিরাম
গ. নবায়নযোগ্য ঘ. অনবায়নযোগ্য
নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। তবে এ দেশে প্রাপ্ত প্রধান খনিজ সম্পদটি জ্বালানি ও শক্তি সম্পদ হিসেবে ব্যবহৃত হয়।
৩৭. উদ্দীপকে ইঙ্গিত করা খনিজ সম্পদটির নাম কী?
ক. প্রাকৃতিক গ্যাস খ. কয়লা
গ. পেট্রোলিয়াম ঘ. সৌরশক্তি
৩৮. উদ্দীপকে উল্লেখিত খনিজটি যেক্ষেত্রে ব্যবহার করা যায়—
i. CNG
ii. বিদ্যুৎ উৎপাদন
iii. রান্নার কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. খনিজ তেল উৎপাদনকারী প্রথম দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র খ. কুয়েত
গ. সৌদি আরব ঘ. ইরান
৪০. সিলেটের হরিপুরে সর্বপ্রথম কত সালে তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
ক. ১৯৮৪ সালে খ. ১৯৮৫ সালে গ. ১৯৮৬ সালে ঘ. ১৯৮৭ সালে
৪১. পেনসিলের সিস প্রস্তুতিতে কী ব্যবহার করা হয়?
ক. খনিজ তেল খ. তুলা
গ. গ্রাফাইট ঘ. লৌহ
৪২. বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালুর সন্ধান পাওয়া গেছে?
ক. কক্সবাজার খ. বগুড়া
গ. রাজশাহী ঘ. খুলনা
৪৩. গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি?
ক. ভারত খ. নেপাল
গ. মালদ্বীপ ঘ. ভুটান
৪৪. তেজস্ক্রিয় বালু নিচের কোনটি?
ক. খনিজ বালু খ. চুনামাটি
গ. সিলিকা বালু ঘ. চীনামাটি
৪৫. বর্তমানে বাংলাদেশের কয়টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে?
ক. ১৬টি খ. ২০টি
গ. ২২টি ঘ. ২৬টি
উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
টিপু মাটি খুঁড়ে বা খনন করে যে সম্পদ সংগ্রহ করে, তা মূলত দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত।
৪৬. কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক?
ক. ম্যাগনেটাইট খ. হেমাটাইট
গ. লিমোনাইট ঘ. সিডেরাইট
৪৭. বাংলাদেশে কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়?
ক. এনথ্রাসাইট খ. পিট
গ. বিটুমিনাস ঘ. লিগনাইট
৪৮. মানুষ মাটি খুঁড়ে যে সম্পদ সংগ্রহ করে, তাকে কী বলা হয়?
ক. গুপ্তধন
খ. নবায়নযোগ্য সম্পদ
গ. অনবায়নযোগ্য সম্পদ
ঘ. খনিজ সম্পদ
৪৯. নবায়নযোগ্য সম্পদ কোনটি?
ক. সৌরশক্তি খ. প্রাকৃতিক গ্যাস
গ. কয়লা ঘ. কাঠ
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৩৩. খ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. খ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. গ ৪০. গ ৪১. গ ৪২. ক ৪৩. ক ৪৪. ক ৪৫. খ ৪৬. ক ৪৭. খ ৪৮. ঘ ৪৯. ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা