পঞ্চম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৪ - সংক্ষিপ্ত প্রশ্ন (১-৫)
পঞ্চম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৪
১. প্রশ্ন: আমাদের দেশের পাঁচটি শস্যের নাম লেখো।
উত্তর: ক. ধান খ. গম গ. ডাল ঘ. আলু ঙ. তৈলবীজ
২. প্রশ্ন: বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম লেখো।
উত্তর: বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্প হলো—
ক. বস্ত্রশিল্প
খ. পোশাকশিল্প
গ. পাটশিল্প
৩. প্রশ্ন: বাংলাদেশের তিনটি কুটিরশিল্পের নাম লেখো।
উত্তর: বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম হলো—
ক. কাঠশিল্প
খ. মৃৎশিল্প
গ. কাঁসাশিল্প
৪. প্রশ্ন: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কী? প্রধান তিন ধরনের ধানের নাম লেখো।
উত্তর: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। এ দেশে প্রধানত আউশ, আমন ও বোরো এই তিন ধরনের ধানের চাষ হয়।
৫. প্রশ্ন: গম চাষের উপযোগী ঋতু কোনটি এবং কোন কোন অঞ্চলে গম উত্পাদন বেশি হয়?
উত্তর: শীতকাল গম চাষের জন্য উপযোগী ঋতু। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উত্পাদন বেশি হয়।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা