এইচএসসি ২০২২ - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
১. ‘জাজিরাতুল আরব’ অর্থ কী?
ক. আরব উপদ্বীপ খ. আরব মরুভূমি
গ. আরব ভূমি ঘ. আরব দ্বীপ
২. ‘আরব’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. জলাশয় খ. জনপদ
গ. মরুভূমি ঘ. মালভূমি
৩. আরবের তিন দিকে কী?
ক. জলরাশি খ. মরুভূমি
গ. পর্বতমালা ঘ. মালভূমি
৪. মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু ছিল কোনটি?
ক. ঘোড়া খ. উট
গ. দুম্বা ঘ. মেষ
৫. আরবের বৃহত্তম মরুভূমির নাম কী?
ক. আল হাররাহ
খ. আল দাহানা
গ. আল নুফুদ
ঘ. আল রাব আল খালি
৬. ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
৭. আরব দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য কী?
ক. উর্বর খ. অনুর্বর
গ. পর্বতশৃঙ্গ ঘ. মরুভূমি
৮. পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৯. কোন দেশকে নীলনদের দান বলা হয়?
ক. সুদান খ. মিসর
গ. ইরান ঘ. ইরাক
১০. মিসরকে নীলনদের দান বলেছেন কে?
ক. হেরোডোটাস খ. থুকিডাইডিস
গ. অ্যারিস্টটল ঘ. ইউক্লিড
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.খ ৩.ক ৪.খ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.ক
শেখ মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা