জিএসটি গুচ্ছের সাধারণ জ্ঞান | ভর্তি পরীক্ষার প্রস্তুতি পর্ব—২

[প্রিয় জিএসটি গুচ্ছে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, আজকে আমরা বি ইউনিটের পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলির ওপর কিছু প্রশ্নোত্তর দিয়েছি। এর আগে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি হিসেবে বাংলা এবং সাধারণ জ্ঞানের ওপর বেশ অনেকগুলো পর্বে প্রশ্নোত্তর ছেপেছি। সেগুলো পাওয়া যাবে এখানে  (পর্ব-১, পর্ব-২, পর্ব-৩, পর্ব-৪, পর্ব-৫, পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৮, পর্ব-৯, পর্ব-১০, পর্ব-১১, পর্ব-১২পর্ব-১৩ , পর্ব-১৪পর্ব-১৫, পর্ব-১৬পর্ব-১৭পর্ব-১৮, পর্ব-১৯পর্ব-২০ , পর্ব-২১, পর্ব-২২, ও পর্ব—১) যেখানে বাংলা বিষয়ের বিভিন্ন অধ্যায়, উপন্যাস, ব্যাকরণ, সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি।

১. এশিয়ার একমাত্র কোন দেশটি নেদারল্যান্ডের উপনিবেশ ছিল?
ক. মালয়েশিয়া খ. ইন্দোনেশিয়া
গ. ভিয়েতনাম ঘ. ফিলিপাইন
২. বর্তমানে ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী দ্বীপ কোনটি?
ক. বোরনিও খ. লোমবক
গ. আচেহ ঘ. বালি
৩. জিনজিয়াং কোন দেশের একটি মুসলিম–অধ্যুষিত এলাকা?
ক. শ্রীলংকা খ. নেপাল
গ. মঙ্গোলিয়া ঘ. চীন
৪. বাটাভিয়া কোন শহরের পুরোনো নাম?
ক. জাকার্তা খ. ম্যানিলা
গ. থিম্পু ঘ. কোনোটিই নয়
৫. মাজার-ই-শরিফ অবস্থিত?
ক. ফিলিস্তিন খ. সৌদি আরব
গ. আফগানিস্তান ঘ. পাকিস্তান
৬. বৌদ্ধ সভ্যতার বিখ্যাত কেন্দ্র ‘তক্ষশীলা’ অবস্থিত—
ক. ভারত খ. চীন
গ. শ্রীলঙ্কা ঘ. পাকিস্তান
৭. ‘পৃথিবীর কেন্দ্র’ বলা হয়—
ক. জেরুজালেম খ. মক্কা
গ. মদিনা ঘ. বাগদাদ
৮. কাশ্মীরকে বলা হয়—
ক. শান্ত শহর খ. বাতাসের শহর
গ. ভূস্বর্গ ঘ. দুঃখের সাগর
৯. ‘পেট্রোনাস টুইন টাওয়ার’ কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক খ. ওয়াশিংটন
গ. কুয়ালালামপুর ঘ. সিউল
১০. জাপানকে বলা হয়—
ক. সূর্যোদয়ের দেশ খ. প্রাচ্যের গ্রেট ব্রিটেন
গ. ভূমিকম্পের দেশ ঘ. ওপরের সব কটি

১১. তিয়েনআনমেন স্কোয়ার কোথায় অবস্থিত?
ক. সাংহাই খ. হংকং
গ. বেইজিং ঘ. ক্যান্টন
১২. হাজার হ্রদের দেশ কোনটি?
ক. নরওয়ে খ. ফিনল্যান্ড
গ. ইন্দোনেশিয়া ঘ. জাপান
১৩. পূর্বে শ্যাম দেশ নামে পরিচিত ছিল—
ক. মালয়েশিয়া খ. ইন্দোনেশিয়া
গ. মায়ানমার ঘ. থাইল্যান্ড
১৪. গোলাপি শহর বলে পরিচিত?
ক. রাজস্থান খ. সিডনি
গ. রোম ঘ. প্যারিস
১৫. পৃথিবীর উচ্চতম ভবনটি কোন শহরে অবস্থিত?
ক. তাইপেতে খ. নিউইয়র্কে
গ. দুবাইতে ঘ. কুয়ালালামপুরে
১৬. ‘সেন্ট হেলেনা’ বিখ্যাত দ্বীপটি কোন সাগরে অবস্থিত?
ক. আটলান্টিক মহাসাগরে খ. প্রশান্ত মহাসাগরে
গ. ভূমধ্যসাগরে ঘ. আরব সাগরে
১৭. নিচের কোন দেশ দুই মহাদেশজুড়ে বিস্তৃত?
ক. আফগানিস্তান খ. তুরস্ক
গ. কানাডা ঘ. চীন
১৮. বিশ্বের কোন দেশকে মৎস্যজীবীদের দেশ বলা হয়?
ক. নরওয়ে খ. ফিনল্যান্ড
গ. ইন্দোনেশিয়া ঘ. জাপান
১৯. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
ক. লাসা খ. উলানবাটোর
গ. পিয়ংইয়ং ঘ. কাবুল
২০. ‘ডাচ গায়েনা’-র বর্তমান নাম—
ক. গায়েনা খ. ঘানা
গ. মালাগাছি ঘ. সুরিনাম

সঠিক উত্তর
১.খ, ২.গ, ৩.ঘ, ৪.ক, ৫.ঘ, ৬.ঘ, ৭.খ, ৮.গ, ৯.গ, ১০.ক
১১.গ, ১২.খ, ১৩.ঘ, ১৪.ক ১৫.গ, ১৬.ক, ১৭.খ, ১৮.ক, ১৯.ক, ২০.ঘ
রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা