[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ৫
৯. এভারেস্ট পর্বতশৃঙ্গের ওপর বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের প্রায় কত?
ক. ২০% খ. ৩৫%
গ. ৪০% ঘ. ৭০%
১০. বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্রকে কী বলে?
ক. থার্মোমিটার খ. হাইড্রোমিটার
গ. ক্যালরিমিটার ঘ. ব্যারোমিটার
১১. বিকৃতির একক কী?
ক. Pa খ. Nm-2
গ. Kgm-3 ঘ. নেই
১২. বায়ুমণ্ডলীয় চাপ পারদ স্কেলে কত?
ক. 76m খ. 76cm
গ. 176cm ঘ. 100cm
১৩. স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কোনটি?
ক. Nm-2 খ. Nm-3
গ. Pa ঘ. N
১৪. প্রবাহীর অন্তর্ভুক্ত পদার্থ হলো—
i. কঠিন
ii. তরল
iii. বায়বীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. নিচের কোনটির ঘনত্ব কম?
ক. সোনা খ. লোহা
গ. রুপা ঘ. গ্লিসারিন
১৬. টরিসেলির পরীক্ষায় কত দৈর্ঘ্যের নল ব্যবহৃত হয়?
ক. 1cm খ. 1m
গ. 2cm ঘ. 2m
১৭. প্লাজমার কণাগুলো কী রূপ?
ক. তড়িৎ পরিবাহী
খ. তড়িৎ অপরিবাহী
গ. তাপ পরিবাহী
ঘ. আয়তন সমান
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৯.খ ১০.ঘ ১১.ঘ ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.ক
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]