সংক্ষেপে জেনে রাখি - জনসংখ্যার ঘনত্ব,পৃথিবীর বৃহৎ বায়োম, নিবিড় জনসংখ্যা অঞ্চল, পরিমিত জনসংখ্যা অঞ্চল

জনসংখ্যার ঘনত্ব

জনসংখ্যার ঘনত্ব হলো কোনো নির্দিষ্ট স্থান বা দেশে সংঘবদ্ধ অবস্থানের নিবিড়তা। কোনো স্থান বা দেশের আয়তন দ্বারা মোট জনসংখ্যাকে ভাগ করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা যায়।

পৃথিবীর বৃহৎ বায়োম

কোনো নির্দিষ্ট এলাকার জলবায়ু ও তাপমাত্রার ওপর নির্ভর করে ওই এলাকায় বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী জন্ম নেয় এবং জীব সম্প্রদায়ের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে। এ রকম কোনো অঞ্চলের জীব সমষ্টিকে একত্রে বায়োম বলে। সুন্দরবন এর একটি উদাহরণ। পৃথিবীর বৃহৎ স্থলজ বায়োম হলো তাইগা। পূর্ব কানাডা থেকে কানাডার উত্তরাঞ্চলের প্রায় পুরোটা জুড়েই এর অবস্থান।

নিবিড় জনসংখ্যা অঞ্চল

যেসব অঞ্চলে প্রতি বর্গকিলোমিটারে ১০০ জনের বেশি লোক বাস করে, সেসব অঞ্চলকে নিবিড় জনসংখ্যা অঞ্চল বলে। বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, জাপান, জার্মান প্রভৃতি দেশ নিবিড় জনসংখ্যা–অধ্যুষিত।

পরিমিত জনসংখ্যা অঞ্চল

কোনো অঞ্চলে যদি প্রতি বর্গকিলোমিটারে ৫০-১০০ জন লোক বাস করে, তবে সেই অঞ্চলকে পরিমিত জনসংখ্যা অঞ্চল বলে। যেমন মিসর, সুইজারল্যান্ড, তুরস্ক, কেনিয়া, মেক্সিকো, ইরাক, ইরান প্রভৃতি।

আরও পড়ুন