অধ্যায় ১
৪১. উত্পাদন প্রক্রিয়াকে সহজতর করে কোনটি?
ক. স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ
খ. প্রযুক্তিগত উন্নয়ন
গ. অনুকূল শিল্পনীতি
ঘ. কাঁচামালের সহজলভ্যতা
৪২. সামাজিক পরিবেশের উপাদান হলো—
i. ভোক্তার মনোভাব
ii. ব্যাংকিং
iii. ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. প্রাচীন যুগের ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
ক. বৃহদায়তন উৎপাদন
খ. ব্যাংকব্যবস্থার সম্প্রসারণ
গ. শহর ও বাজার সৃষ্টি
ঘ. মৎস্য ও পশু শিকার
৪৪. আধুনিক যুগের ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
ক. স্বর্ণ ও রৌপ্য মুদ্রার ব্যবহার
খ. কাগুজে মুদ্রার প্রচলন
গ. শিল্পকারখানার বিকাশ
ঘ. ব্যবসায় সংগঠনের উদ্ভব
৪৫. Business to Business বলা হয় কাকে?
ক. উৎপাদনকে খ. বাণিজ্যকে
গ. শিল্পকে ঘ. প্রত্যক্ষ সেবাকে
৪৬. ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে অবশ্যই কী থাকা উচিত?
ক. চাকচিক্য খ. ব্যস্ততা
গ. সেবার মনোভাব ঘ. অতি মুনাফা
৪৭. কোন স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি কিসের ওপর নির্ভর করে?
ক. দক্ষ কর্মী খ. দক্ষ উদ্যোক্তা
গ. ব্যাপক মূলধন ঘ. ব্যবসায়িক পরিবেশ
৪৮. মসলিন কাপড়ের জন্য কোন এলাকার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
ক. চট্টগ্রাম খ. সোনারগাঁ
গ. ডেমরা ঘ. ঢাকা
৪৯. জাহাজ নির্মাণশিল্পের জন্য প্রসিদ্ধি লাভ করেছিল কোন জেলা?
ক. ঢাকা খ. নারায়ণগঞ্জ
গ. চট্টগ্রাম ঘ. খুলনা
৫০. ‘Porto Piqueno’-এর অর্থ কী?
ক. ক্ষুদ্র বন্দর খ. স্থল বন্দর
গ. মাঝারি বন্দর ঘ. বৃহৎ বন্দর
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.ঘ ৪২.খ ৪৩.ঘ ৪৪.গ ৪৫.খ ৪৬.গ ৪৭.ঘ ৪৮.খ ৪৯.গ ৫০.ক
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা