ষষ্ঠ শ্রেণির নতুন বই - বিজ্ঞান | শিখন অভিজ্ঞতা ৩ - সঠিক উত্তর লেখো

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ৩

সঠিক উত্তর লেখো:

১. নির্দিষ্ট আকার ও আয়তন আছে— কাঠ/ তেল/ এলপি।

২. যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে— কাঠ/ পানি/ বই।

৩. নির্মাণকাজে ব্যবহার করা হয়— কঠিন/ তরল/ গ্যাসীয়।

আরও পড়ুন

৪. ভৌত পরিবর্তন— সালোকসংশ্লেষণ/ খাদ্য হজম হওয়া/ বরফ গলানো।

৫. রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য— নতুন পদার্থ তৈরি হয় না/ উপাদানের গঠনের পরিবর্তন ঘটে/ উপাদানের গঠন অপরিবর্তিত থাকে।

৬. রাসায়নিক পরিবর্তনের উদাহরণ— ফল পচে যাওয়া/ পানি ফোটানো/ কাচ ভাঙা

উত্তর:

১. কাঠ, ২. পানি, ৩. কঠিন, ৪. বরফ গলানো, ৫. উপাদানের গঠনের পরিবর্তন ঘটে, ৬. ফল পচে যাওয়া

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন