জীববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪ পরীক্ষার প্রস্তুতি, অধ্যায় ২
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের জীববিজ্ঞান ২য় পত্রের প্রস্তুতির অংশ হিসেবে আজকে দ্বিতীয় অধ্যায় থেকে দশটি বহুনির্বাচনি প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো।
অধ্যায়–২
১০১. রুই মাছের প্রতিটি বক্ষ পাখনায় রশ্মির সংখ্যা কতটি?
ক. ১১–১২টি খ. ১৩–১৪টি
গ. ১৫–১৬টি ঘ. ১৭–১৮টি
১০২. রুই মাছের জোড় পাখনা কোনটি?
ক. বক্ষ পাখনা খ. পৃষ্ঠ পাখনা
গ. পায়ু পাখনা ঘ. পুচ্ছ পাখনা
১০৩. বায়ুথলির ‘নিউম্যাটিক নালি’ কোথায় যুক্ত থাকে?
ক. অন্ননালির সঙ্গে
খ. অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান অসিকলের সঙ্গে
গ. হৃৎপিণ্ডের পৃষ্ঠীয় অঞ্চলের সঙ্গে
ঘ. হৃৎপিণ্ডের অঙ্কীয় অঞ্চলে
১০৪. ওমাটিডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়?
ক. কর্নিয়া খ. ক্রিস্টালাইন কোণ
গ. রেটিনুলার কোষ ঘ. র৵াবডোম
১০৫. নিচের কোন প্রাণীটি পঙ্গপালভুক্ত?
ক. প্রজাপতি খ. মৌমাছি
গ. ফড়িং ঘ. ঘাসফড়িং
১০৬. রুই মাছের চলাচলে সাহায্যকারী প্রধান পাখনা কোনটি?
ক. বক্ষ পাখনা খ. শ্রোণি পাখনা
গ. পুচ্ছ পাখনা ঘ. পায়ু পাখনা
১০৭. নিচের কোনটি প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে?
ক. ক্রিস্টালাইন কোণ খ. ক্রিস্টালাইন কোণ কোষ
গ. র৵াবডোম ঘ. কর্নিয়াজেন কোষ
১০৮. ঘাসফড়িংয়ের পায়ের গঠনের সঠিক ক্রম কোনটি?
ক. কক্সা → ট্রোক্যান্টার → ফিমার → টিবিয়া → টার্সাস
খ. ট্রোক্যান্টার → ফিমার → টিবিয়া → কক্সা → টার্সাস
গ. কক্সা → ফিমার → ট্রোক্যান্টার → টিবিয়া → টার্সাস
ঘ. ট্রোক্যান্টার → কক্সা → টিবিয়া → ফিমার → টার্সাস
১০৯. রুই মাছের শ্রোণি পাখনায় রক্ত নিয়ে যায় কোন ধমনি?
ক. সিলিয়াকো–মেসেন্টারিক খ. ইলিয়াক
গ. প্যারাইটাল ঘ. কডাল
১১০. পুঞ্জাক্ষির কোন অংশটি আলোক গ্রহণ করে?
ক. কর্নিয়া খ. কর্নিয়াজেন কোষ
গ. ক্রিস্টালাইন কোণ ঘ. র৵াবডোম
সঠিক উত্তর
অধ্যায়–২: ১০১.ঘ ১০২.ক ১০৩.ক ১০৪.ঘ ১০৫.ঘ ১০৬.গ ১০৭.ক ১০৮.ক ১০৯.খ ১১০.ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা