বহুনির্বাচনি প্রশ্ন (১৮-৩২) : লালসালু | বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
লালসালু
১৮. ‘চাঁদের অমাবস্যা’ গ্রন্থটি কার লেখা?
ক. শামসুর রাহমান
খ. শওকত ওসমান
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
১৯. সৈয়দ ওয়ালীউল্লাহ্র প্রথম উপন্যাস কোনটি?
ক. চাঁদের অমাবস্যা
খ. লালসালু
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. পদ্মা–মেঘনা–যমুনা
২০. ‘বহিপীর’ সৈয়দ ওয়ালীউল্লাহর কোন ধরনের রচনা?
ক. উপন্যাস খ. ছোটগল্প
গ. নাটক ঘ. প্রবন্ধ
২১. ‘নয়নচারা’ সৈয়দ ওয়ালীউল্লাহর কোন ধরনের গ্রন্থ?
ক. গল্পগ্রন্থ খ. উপন্যাস
গ. নাটক ঘ. আত্মজীবনী
২২. ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস?
ক. সামাজিক খ. আঞ্চলিক
গ. ঐতিহাসিক ঘ. রোমান্টিক
২৩. ‘লালসালু’ উপন্যাসের বিষয়বস্তু কোনটি?
ক. অতিপ্রাকৃতিক ঘটনা
খ. সাধারণ মানুষের জীবন
গ. গ্রামীণ মানুষের অন্ধত্ব
ঘ. সামাজিক বাস্তবতা
২৪. ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য কী?
ক. গ্রামীণ সমাজ খ. ধর্মব্যবসা
গ. শ্রেণি দ্বন্দ্ব ঘ. অস্তিত্বের সংকট
২৫. ‘লালসালু’ উপন্যাসের পটভূমি কী?
ক. রাজনীতি খ. ধর্মনীতি
গ. উদ্বাস্তু সমাজ ঘ. গ্রামীণ সমাজ
২৬. ‘লালসালু’ উপন্যাসের প্রধান উপাদান কী?
ক. সমাজ–বাস্তবতা
খ. ধর্মীয় গোঁড়ামি
গ. প্রতারণা
ঘ. কূটকৌশল
২৭. ‘বুঠাজমি’ কী?
ক. নিষ্ফলা জমি খ. উর্বরা জমি
গ. ধানি জমি ঘ. নিরাক জমি
২৮. ‘কী মিঞা? তোমার দিলে কি ময়লা আছে?’— উক্তিটি কার?
ক. মজিদের
খ. মোদাব্বেরের
খ. খালেক ব্যাপারীর
ঘ. পির সাহেবের
২৯. ‘লালসালু’ উপন্যাসে অশীতিপর বৃদ্ধ কে?
ক. পির সাহেব
খ. আক্কাসের বাপ
গ. সলেমনের বাপ
ঘ. তাহের-কাদেরের বাপ
৩০. ‘তোমার দাড়ি কই মিঞা?’ কাকে বলা হয়েছে?
ক. আক্কাসকে খ. তাহেরকে
গ. কাদেরকে ঘ. ধলা মিঞাকে
৩১. ‘তানি বুঝি দুলার বাপ।’— জমিলা কার সম্পর্কে এ উক্তি করেছেন?
ক. মোদাব্বের মিঞা
খ. খালেক ব্যাপারী
গ. মতলুব মিঞা
ঘ. মজিদ
৩২. মজিদ কীভাবে তাঁর প্রভাব প্রতিষ্ঠা করে?
ক. অলৌকিক ক্ষমতাবলে
খ. সবার সঙ্গে ভালো ব্যবহার করে
গ. অঢেল অর্থ ও প্রতিপত্তির জোরে
ঘ. সবাইকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে
সঠিক উত্তর
লালসালু: ১৮.ঘ ১৯.খ ২০.গ ২১.ক ২২.ক ২৩.ঘ ২৪.খ ২৫.ঘ ২৬.ক ২৭.ক ২৮.ক ২৯.গ ৩০.ক ৩১.ঘ ৩২.ঘ
মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]